বুধবার কলকাতায় বন্ধ কোভিশিল্ড টিকাকরণ

ভ্যাকসিনের জোগান নেই। রাজ্যকে বিক্রি বন্ধ করেছে কেন্দ্র। আর সে কারণেই আবার ভ্যাকসিনের আকাল দেখা দিয়েছে। যার ফলে বুধবার কলকাতা শহরের একাধিক কেন্দ্রে বন্ধ করা হল কোভিশিল্ডের টিকাকরণ। শহরের ১০৩টি স্বাস্থ্যকেন্দ্র এবং ১৮টি মেগা সেন্টারে এদিন কোভিশিল্ডের জোগান না থাকায় বন্ধ ঘোষণা করা হল। কোভ্যাক্সিনের জোগান বেশি থাকায় ৪১টি কেন্দ্রে তা দেওয়া হয়েছে। দু’দিন আগেই রাজ্যকে বিনামূল্যে টিকা প্রদানেরর কথা জানিয়েছে কেন্দ্র। প্রাইভেট জায়গায় বেঁধে দেওয়া হয়েছে টিকার মূল্য। ইতিমদ্যেই ৪৪ কোটি টিকার বরাত দিয়েছে কেন্দ্র। কয়েক মাসের মধ্যেই টিকার জোগান বাড়বে বলেই আশা।