বিশ্বকাপের পরই অবসর মেসির!

আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি বৃহস্পতিবার বলেন, কাতার বিশ্বকাপ ২০২২-ই তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। তিনি বলেন, “এটা আমার শেষ বিশ্বকাপ, নিশ্চয়ই। আমি শারীরিকভাবে ভাল বোধ করছি, আমি এই বছর প্রি-সিজনে খুব ভাল করতে পেরেছি, যা গত বছর করতে পারিনি। আমি যেখানে আছি সেখানে পৌঁছনো জরুরি ছিল। ভাল মানসিক অবস্থা এবং অনেক আশা রয়েছে।” ২০০৭-এ মেসির আন্তর্জাতিক অভিষেক হয়েছিল এবং তারপর থেকে আর্জেন্টিনার হয়ে ১৬৪টি ম্যাচ খেলেছেন। মেসির অবসর বার বার উঠে এসেছে শিরোনামে। কোপা আমেরিকার ফাইনালে হেরে অবসর ঘোষণা করে দিয়েছিলেন। কিন্তু তার পরও তিনি ফেরেন ফুটবলের মূলস্রোতে। তবে বিশ্বকাপ না জিততে পারার হতাশাটা থেকেই গিয়েছে। আর এটাই তার শেষ সুযোগ।