বিশেষ লোকাল ট্রেনে উঠতে চেয়ে বিক্ষোভ

পর পর দু’দিন দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশন ও তার আশপাশে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। লোকাল ট্রেন বন্ধ। বিশেষ কিছু ট্রেন চলছে রেল কর্মীসহ বিশেষ কিছু পেশার সঙ্গে যুক্ত মানুষরাই তাতে উঠতে পারবেন।পর পর দু’দিন দক্ষিণ শাখার মল্লিকপুর স্টেশন ও তার আশপাশে ছড়িয়ে পড়ে এই বিক্ষোভ। লোকাল ট্রেন বন্ধ। বিশেষ কিছু ট্রেন চলছে রেল কর্মীসহ বিশেষ কিছু পেশার সঙ্গে যুক্ত মানুষরাই তাতে উঠতে পারবেন। কিন্তু খুলে গিয়েছে সব অফিস। তাহলে কী ভাবে সেখানে পৌঁছবে মানুষ। তা নিয়েই বেশ কিছুদিন ধরে বিভিন্ন রেল পথের যাত্রীদের মধ্যে ক্ষোভ বাড়ছিল। এদিন তা বড় আকাড় ধারন করে। পুলিশ বিক্ষোভ সরাতে গেলে তাদের তাড়া করে জনতা, ভাঙা হয় পুলিশের গাড়ি। বুধবার একই কারণে বিক্ষোভ হয় সোনারপুরে। আর এদিন মল্লিকপুরে।