বিমানবন্দরে ব্যাগ পেতে সমস্যা শার্দূলের

দিল্লি থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচ খেলে মুম্বই ফিরেছিলেন শার্দূল ঠাকুর। কিন্তু তাঁর ব্যাগ পৌঁছলো না। তাতেই চূড়ান্ত বিরক্ত এই ক্রিকেটার টুইটে সে কথা জানান। তিনি এয়ার ইন্ডিয়াকে উদ্দেশ্য করে টুইটারে লেখেন, ‘‘আপনারা কি কাউকে পাঠাতে পারে লাগেজ বেল্টে আমাকে সাহায্য করার জন্য? এটা প্রথম নয় যে আমার কিট ব্যাগ এসে পৌঁছয়নি এবং কোনও এখানে উপস্থিত নেই!!’’ তার পর আর একটি টুইটে তিনি লেখেন, তিনি মুম্বই বিমান বন্দরের টার্মিনাল টু-তে রয়েছেন। সেই টুইট দেখে সঙ্গে সঙ্গে উত্তর দেন ভারতের প্রাক্তন পেসার ও প্রাক্তন এয়ার ইন্ডিয়া কর্মী হরভজন সিং। তিনি লেখেন, ‘‘চিন্তা করো না। আমাদের কেউ নিশ্চই তোমাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। এই ঘটনার জন্য দুঃখিত।’’ভাজ্জিকে ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করেন শার্দূল। সেখানে তিনি জানান, তিনি সাহায্য পেয়েছেন স্পাইসজেটের কর্মীদের কাছ থেকে।