ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনিও-ই

ফিফার দায়িত্ব থেকে গেল জিয়ান্নি ইনফান্তিনিও-র হাতেই। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজের পদ ধরে রাখলেন তিনি। বৃহস্পতিবার ৭৩তম ফিফা কংগ্রেসে তাঁকে প্রেসিডেন্ট পদের জন্য আরও একবার বেছে নেওয়া হল। ২০১৬ থেকেই এই দায়িত্বে রয়েছেন তিনি। তাঁর আগে ফিফা প্রেসিডেন্টের দায়িত্ব সামলেছিলেন জোসেফ শেপ ব্লাটার। কিন্তু দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। তখন তাঁকে সরিয়ে উয়েফা সেক্রেটারি জেনারেলের পদ থেকে ইনফান্তিনিওকে ফিফা প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়। তিন বছর এই পদে কাটানোর পর ২০১৯-এ দ্বিতীয়বার ফিফা প্রেসিডেন্ট করা হয় তাঁকে। এই নিয়ে তৃতীয়বার বিশ্ব ফুটবলের মসনদে বসলেন তিনি। সব ঠিক থাকলে ২০২৭ পর্যন্ত এই পদে থাকবেন জিয়ান্নি ইনফান্তিনিও। বিশ্ব ফুটবল তাঁর হাত ধরে অনেক নতুন উদ্যোগ নিয়েছে। যেমন বিশ্বকাপের দল ৩২ থেকে বেড়ে ২০২৬-এ ৪৮ হতে চলেছে।