প্রয়াত মুলায়ম সিং যাদব

বেশ কয়েকদিন ধরেই ভুগছিলেন। গুরুতর অসুস্থ অবস্থায় ২২ সেপ্টেম্বর থেকে ভর্তি ছিলেন গুরগাঁওয়ের এক হাসপাতালে। কিন্তু শেষরক্ষা হল না। সোমবার সকালে প্রয়াত হলে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮২। তাঁর হাত ধরেই তৈরি হয়েছিল সমাজবাদী পার্টি। হয়ে উঠেছিলেন ‘নেতাজি’। এই নামেই তাঁকে ডাকতেন দলের কর্মী, নেতারা। অসুস্থ থাকায় বেশ কয়েকবছর দলের গুরু দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছিলেন মুলায়ম। ১৯৩৯-এ তাঁর জন্ম হয়েছিল উত্তরপ্রদেশেই। পড়াশোনা ছিল তাঁর ধ্যানজ্ঞ্যান। কিন্তু রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে গিয়ে রাজনীতিকে ভালবেসে ফেলেন। এর পর ১৯৮৯, ১৯৯৩ ও ২০০০-এ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে বসেন। তার আগে রাজনীতিতে বিপুল অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়েছেন। এখন দলের দায়িত্ব অখিলেশ যাদবের হাতে। বাবার দেখানো পথে তিনি দলকে কতটা এগিয়ে নিয়ে যেতে পারেন এখন সেটাই দেখার।