নির্দিষ্ট সময়ের দু’দিন পর দেশে বর্ষা এল

নির্দিষ্ট সময়ের দু’দিন পর দেশে বর্ষা এল। বৃহস্পতিবার কেরলে ঢুকে পড়ল বর্ষা। কথা ছিল, ৩ জুন দেশে বর্ষা আসবে। এমনিতে ১ জুন বর্ষা আসে দেশে। তবে তার দু’দিন পরে কেরলে প্রবেশ করল বর্ষা। বৃহস্পতিবার সকালে নয়াদিল্লির মৌসম ভবন বিজ্ঞপ্তি জারি করে দেশে বর্ষার প্রবেশের কথা জানিয়েছে। বর্ষার মরসুমে আগামী মাস চারেক বৃষ্টিপাতের পরিমাণও স্বাভাবিক থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। দেশে তো প্রবেশ করল, তবে এ বাংলায় বর্ষার আগমন কবে? হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৮ জুন উত্তরবঙ্গের জলপাইগুড়ি দিয়ে বাংলায় বর্ষা ঢোকার প্রবল সম্ভাবনা। তবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পুরোপুরি ভাবে বর্ষা আসার কথা রয়েছে ১০ জুন। সাধারণত, কেরলে ঢোকার সপ্তাহখানেকের মধ্যে বাংলায় বর্ষা আসে। ফলে চলতি বছরেও স্বাভাবিক সময়েই আসবে বর্ষা।