দেশ ও রাজ্যে কমছে আক্রান্ত, তবুও স্বস্তি নেই

বেশ কয়েকদিন ধরেই গোটা দেশের করোনা আক্রান্তের সংখ্যা নিম্নমুখি। দেশের পাশাপাশি এ রাজ্যেও রোজই কমছে আক্রান্তের সংখ্যা। রাজ্যে কমছে মৃত্যুও। কিন্তু আক্রান্তের হার রাজ্যে ঊর্ধ্বমুখী। অন্যদিকে দেশে একদিন মৃত্যু কমছে তো পরেরই দিনই তা বেড়ে যাচ্ছে, যা চিন্তায় রাখছে কেন্দ্র সরকারকে। এদিকে সব রাজ্যে একটু একটু করে শিথিল হতে শুরু করেছে লকডাউন। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৭০,৪২১ জন, রাজ্যে আক্রান্ত হয়েছেন ৩,৫১৯ জন। রাজ্যে মৃত্যু ৮০-র নিচে নেমে হয়েছে ৭৮ কিন্তু দেশে গতকালের থেকে মৃত্যু বেড়েছে বেশ খানিকটা। এদিন মৃত্যু হয়েছে ৩,৯২১। আবারও ৪ হাজারের কাছাকাছি।