দেশে একদিনে করোনা আক্রান্ত ১৯ হাজার

এতটাও নিশ্চিন্ত হওয়ার মতো অবস্থা নয়। কারণ প্রতিদিনই দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার নতুন ভ্যারিয়েন্ট বিএ-২৭৫ দেখা দিয়েছে ভারতে বলেই খবর। এখন প্রতিদিনই বাড়ছে আক্রান্ত। সেটাই চিন্তায় রাখছে প্রশাসনকে। পর পর দু’দিন দেশের করোনা আক্রান্তের সংখ্যা ১৯ হাজারের কাছাকাছি। সেই সঙ্গে পজিটিভিটি রেটও ঊর্ধ্বমুখি। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হলেন ১৮,৮১৫ জন। সুস্থ হয়েছেন ১৫,৮৯৯ জন। মৃত্যু হয়েছে ৩৮ জনের। সব মিলে দেশে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ১,২২,৩৩৫। পজিটিভিটি রেট ৪.৯৬ শতাংশ। সংক্রমিত রাজ্যগুলোর মধ্যে শীর্ষে রয়েছে কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক,মহারাষ্ট্র ও বাংলা।