দেশের করোনা পরিস্থিতি ভয়ঙ্কর

নিন্দুকেরা যাই বলুক না কেন দেশে কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়ছে। তাই নতুন করে সাবধান হওয়ার সময় এসেছে। যদিও সম্প্রতি দেখা যাচ্ছে সকলেই ধরে নিয়েছে করোনা চলেই গিয়েছে। সে কারণে পাবলিক প্লেস, হোক বা জমায়েত—কোথাও কারও মুখে মাস্ক দেখা যাবে না। আর তার মধ্যেই হুহু করে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। রাতারাতি ১৩ হাজার থেকে দেশের কোভিড আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল ১৭ হাজারে। দেখা দিয়েছে চতুর্থ ঢেউয়ের আশঙ্কা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৭,৩৩৬ জন। মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ৫ হাজারের বেশি। কেরালা, দিল্লিও রয়েছে ঊর্ধ্বমুখি কোভিড আক্রান্তের তালিকায়। একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৩ জন। আবার পরীক্ষায় জোর দেওয়া শুরু হয়েছে।