দু’মাসে দেশে সর্বনিম্ন করোনা আক্রান্তের সংখ্যা

২ লাখের নিচে নামল দেশের করোনা আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও নামল ৩ হাজারের নিচে। রবিবার স্বাস্থ্য দফতরের ঘোষণা অনুযায়ী দেশে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,১৪,৪৬০ জন। মৃতের সংখ্যা ২,৬৭৭। গত দু’দিনে আক্রান্তের সংখ্যা কমলেও মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। তার থেকে এদিন অনেকটাই নেমেছে। যা স্বস্তি দিচ্ছে। তবে এতে আত্মতুষ্ট হওয়ার কোনও কারণ নেই বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ দ্বিতীয় ঢেউ যখন এসেছিল এবং গোটা দেশকে গ্রাস করেছিল তখনও স্বস্তিতে সব নিয়মকে শিকেয় তুলে দিয়েছিল দেশ। তাই আপাতত মেনে চলতে হবে সব নিয়ম কারণ সামনে রয়েছে তৃতীয় ঢেউয়ের আগমনবার্তাও।