দিল্লিতে বিসর্জনে নিষেধাজ্ঞা

কোনও পাবলিক প্লেসে বিসর্জন দুর্গা প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না। তা সে যমুনা নদী হোক বা কোনও পুকুর। কোথাও বিসর্জন দেওয়া যাবে না। দিল্লির দূষণ রুখতে এমনই নির্দেশিকা জারি করেছে দিল্লি দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। বাড়ি হোক বা বারোয়ারি, সব পুজোর জন্যই একই নির্দেশিকা। নিয়ম ভাঙলেই দিতে হবে ৫০ হাজার টাকা জরিমানা। এর সঙ্গে প্রতিমার পাশাপাশি যেসব ফেলে দেওয়ার মতো জিনিস, যেমন ফুল, কাগজ, মন্ডপ সজ্জার জিনিস সরিয়ে এক জায়গায় রাখতে হবে। পরে বর্জ সংগ্রহের গাড়ি নিয়ে আসবে। যে সব জায়গায় সাধারণত বিসর্জন হয়ে থাকে সেখানে কড়া নজরদারি শুরু হয়েছে। হঠাৎ এমন নির্দেশিকায় দিল্লি ও সংলগ্ন এলাকার পুজোর আয়োজকরা বেস বিপাকে।