দক্ষিণ ২৪ পরগনার সাগরে টর্নেডো

ইয়াসের আগে থেকে বাংলার বিভিন্ন অংশে এমন ঘটনা দেখা যাচ্ছে। হঠাৎ করেই সাময়িক সময়ের জন্য একটা জায়গায় তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। সাময়িক ক্ষয়ক্ষতিও হচ্ছে তার জন্য। বাড়ির ছাদ উড়ে যাচ্ছে, গাছ ভেঙে পড়ছে ইত্যাদি। কিন্তু এর পূর্বাভাস পাওয়া যাচ্ছে না আবহাওয়া দফতর থেকে। বৃহস্পতিবার সেই একই দৃশ্য দেখা গেল সাগরের মন্দিরতলায়। যার ফলে হুগলি নদীর জল ফুলে ফেপে ওঠে। ছড়ায় আতঙ্ক। আধঘণ্টা ধরে চলে সেই ঘূর্ণিঝড় মাঝ নদীতে। মনে করা হচ্ছে নদীর মাঝে হওয়ায় ক্ষয়-ক্ষতি হয়নি। এর আগে একই দৃশ্য দেখা গিয়েছিল চুঁচুড়া, হালিশহর, অশোকনগরে।