ডোপিংয়ের দায়ে নির্বাসিত আশুতোষ

ফেব্রুয়ারিতে যে পরীক্ষা করা হয়েছিল তার ফল জানালো নাডা। সেখানে উঠে এল আশুতোষ মেহতার নাম। গত মরসুমে মোহনবাগানের হয়ে খেলার সময় তাঁর ডোপ টেস্ট করা হয়েছিল। সেই পরীক্ষার ফলই পজিটিভ এসেছে বলে জানিয়েছে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি। সেই সময় আশুতোষ খেলছিলেন মোহনবাগানের হয়ে। গত ১৪ সেপ্টেম্বর বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হয়। দু’বছরের জন্য তাঁকে নির্বাসিত করা হয়েছি। এই শাস্তির সময় সীমা ধরা হবে গত ২৪ জুন থেকে।  আশুতোষ ভারতীয় ফুটবলের জনপ্রিয় নাম। জাতীয় দলের জার্সিতে খেলার পাশাপাশি খেলেছেন মোহনবাগান, মুম্বই এফসি, মুম্বই সিটি এফসি, নর্থইস্ট ইউনাইটেড। আইজল এফসিতে। আশুতোষের অবশ্য দাবী তিনি ডোপ করেননি। বরং সতীর্থর কাছ থেকে নিয়ে ব্যথার ওষুধ খেয়েছিলেন। আশুতোষ চাইলে অ্যান্টি ডোপিং অ্যাপিল প্যানেলের কাছে শাস্তি কমানোর আবেদন জানাতে পারেন।