টোকিও অলিম্পিকে ভারতের প্রথম মহিলা সাঁতারু

প্রথম ভারতীয় মহিলা সাঁতারু হিসেবে টোকিও অলিম্পিকের যোগ্যতা অর্জন করে ফেললেন মানা প্যাটেল। ২১ বছরের এই সাঁতারু চোটে কাবু ছিলেন। কিন্তু চোট সারিয়ে ফিরেই দারুণ এই সাফল্য। তাঁকে ইউনিভার্সিটি কোটা থেকে অলিম্পিকে যাওয়ার ছাড়পত্র দিয়েছে ভারতীয় সঁতার সংস্থা। অলিম্পিকে তাঁকে দেখা যাবে ১০০ মিটার ব্যাকস্ট্রোক বিভাগে। অলিম্পিকের যোগ্যতা অর্জন করার পর মানা বলেন, ‘‘ঘোরের মধ্যে রয়েছি। এতদিন শুধু দেশ বিদেশের ক্রীড়াবিদদের অলিম্পিকে অংশ নিতে দেখতাম। এবার সেখানে আমারও নাম লেখা থাকবে। সেরাদের বিরুদ্ধে লড়াইয়ের সুযোগ পাব, এটাই দারুণ অনুভূতি।’’ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী কিরেন রিজেজু।