টেনিস বিশ্বের সব থেকে ছোট এক নম্বর তারকা

তিনি স্পেনের কার্লোস আলকারাজ। বয়স মাত্র ১৯। রবিবার ইউএস ওপেনের মঞ্চে বিস্ফোরণ ঘটিয়েছেন।  নরওয়ের ক্যাসপার রুডকে ৬-৪, ২-৬, ৭-৬ (৭-১), ৬-৩-এ হারিয়ে জীবনের প্রথম গ্র্যান্ডস্লাম জিতে নেন কার্লোস। প্রথম গ্র্যান্ডস্লাম যদি ১৯ বছর বয়েসে আসে তাহলে এখনও তো পুরো জীবনটাই পরে রয়েছে। সব ঠিক থাকলে এই ছেলে অনেককেই পিছনে ফেলবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। আর ইউএস ওপেনর জেতার সঙ্গে সঙ্গে বিশ্বের এক নম্বর তারকা হিসেবে উঠে এসেছেন শীর্ষে। যা টেনিস বিশ্বের রেকর্ড। তিনিই সব থেকে কম বয়সী ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং নম্বর ১।