গঙ্গাসাগর মেলা বন্ধের আর্জিতে জনস্বার্থ মামলা হাই কোর্টে

করোনা সংক্রমণের হার দ্রুত গতিতে বাড়ছে রাজ্যে। আর সেই আবহেই দক্ষিণ ২৪ পরগনার সাগরে গঙ্গাসাগর মেলা বন্ধের আর্জি জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। ওই মামলার আবেদনকারীর নাম অভিনন্দন মণ্ডল। তিনি পেশায় এক জন চিকিৎসক। আদালতের কাছে তিনি আর্জি জানিয়েছেন, কোনও ভাবেই যেন সাগরে পুণ্যার্থীরা জলে না নামেন তা আদালতকে নিশ্চিত হবে। আদালতের কাছে আবেদনে অভিনন্দন জানিয়েছেন, প্রায় ৩০ লক্ষ মানুষ গঙ্গাসাগর মেলায় আসেন। তার ফলে জনস্বাস্থ্যের দফারফা হয়ে যায়। মামলাকারীর আইনজীবী সূর্যনীল দাস জানিয়েছেন, আগামী ৫ জানুয়ারি প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।