খড়দহে বিজেপি ছেড়ে তৃণমূলে

আগামী ৩০ অক্টোবর খড়দহে উপ-নির্বাচন। সেখান থেকে লড়বেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি যেমন সাধারণ নির্বাচনে বড় ভোটে জিতেছিলেন তেমনই খড়দহের প্রয়াত প্রাথী কাজল সিনহাও ভালভাবেই জিতেছিলেন। এবার শোভনেদেবের জয়ী কেন্দ্র মমতাকে ছেড়ে দিতে হয়েছে। মন্ত্রী থাকতে হলে জিততে হবে। সে কারণেই এবার উপ-নির্বাচনে লড়তে চলেছেন তিনি। নির্বাচনের আগেই তৃণমূলের বড় জয় হয়ে গেল খড়দহে। বৃহস্পতিবার বিজেপি ছেড়ে ৫০-এর বেশি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূলে। এদিন সেখানে প্রচারে গিয়েছিলেন শোভনদেব। পানিহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে বসবাসকারী বিজেপি  কর্মী, সমর্থকরা তাঁর উপস্থিতিতে যোগ দেন তৃণমূলে।