কোভিড-১৯ জন্মের সত্যতা না জানতে পারলে বিপদ

ভবিষ্যতের অতিমারী রুখতে জানতেই হবে কোভিড-১৯-এর জন্মের সত্যতা। এমনটাই মনে করছেন আমেরিকার দুই রোগ বিশেষজ্ঞ। মনে করা হচ্ছে চিনের গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েছিল সার্স-কোভ-২ ভাইরাস। দেড় বছর কেটে গেছে এই ভাইরাস আক্রমণের। যা থেকে এখনও মুক্তি পায়নি বিশ্ব। দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর রূপ নিয়ে এসেছে। তৃতীয় ঢেউ আসারও আগাম সতর্কতা রয়েছে। সেই অবস্থায় কোভিড-১৯-এর জন্মের সত্যতা জানতে না পারলে কোভিড-২৬ ও কোভিড-৩২ আক্রমণের মুখেও পড়তে হতে পারে গোটা বিশ্বকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।