কেদারের পথে ভেঙে পড়ল কপ্টার

কেদারনাথ তীর্থযাত্রা চলছে জোড়কদমে। লাখে লাখে পুন্যার্থী যাচ্ছেন কেদারনাথ মন্দির দর্শনে। তার মধ্যেই ঘটে গেলে বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার সকালে উত্তরাখণ্ডের ফাটা থেকে বেশ কয়েকজন পুন্যার্থীকে নিয়ে কেদারনাথের উদ্দেশে রওনা দিয়েছিল হেলিকপ্টারটি। কিন্তু ওড়ার কিছুক্ষণের মধ্যেই তা ভেঙে পড়ে পাহাড়ের গভীর খাদে। মনে করা হচ্ছে খারাপ আবহাওয়ার জন্যই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সঙ্গে সঙ্গেই উদ্ধারকার্যে নামে সেনা। এখনও পর্যন্ত ছ’জনের দেহ উদ্ধার হয়েছে। তার মধ্যে রয়েছেন স্বয়ং পাইলট। জানা যাচ্ছে সাত জন ছিলেন কপ্টারটিতে। বাড়তে পারে মৃতের সংখ্যা বলেও মনে করা হচ্ছে।