কলকাতা মেট্রোয় চালু চিনের রেক

চার বছর আগেই কলকাতায় চলে এসেছিল চিনের এই রেক। রেকটি নাম ডালিয়ান। এতদিন পর তার চাকা প্রথম ঘুরল কলকাতায়। শুক্রবার দমদম স্টেশন থেকে এমআর ৫০১-এর যাত্রা শুরু হল। উদ্বোধনে ছিলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। এদিন রেক উদ্বোধনের পর সেই ট্রেনে করেই যাত্রীদের সঙ্গে পার্ক স্ট্রিট পর্যন যান তিনি। আগামী কয়েক মাসের মধ্যে আরও চারটি ডালিয়ান রেক ছুটবে কলকাতা মেট্রোতে। জেনারেল ম্যানেজার জানিয়েছে, মোট ১৪টি রেক চিন থেকে আসবে। আপাতত বাকি চারটি রেকের অপেক্ষা রয়েছে। প্রতিটি রেকের খরচ ৮৫ কোটি টাকার কাছাকাছি। এই রেকে যেমন জায়গা অনেকবেশি তেমনই কোনও ঝাঁকুনিও থাকবে না।