উত্তরবঙ্গে ডেঙ্গির প্রকোপ

মালবাজারে ডেঙ্গিতে আক্রান্ত শতাধিক। এই খবর পাওয়ার পরই সেখানে বিশেষজ্ঞ দল পাঠানোর নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওদলাবাড়ি ও বাগরাকোটেই ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি বলে জানা গিয়েছে। এদিন পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী এই তথ্য দিয়ে বলেন, কোভিড কমলেও এই মুহূর্তে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গি। এর আগে স্বাস্থ্য দফতরের আধিকারিকরাও মালবাজারের ডেঙ্গি আক্রান্ত এলাকায় ঘুরে এসেছেন। তবে সংখ্যাটা ১০০ না ৫০-এর আশপাশে সেটা নিয়ে সংশয় রয়েছে। অতীতেও এই বাগরাকোটে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছিল। মনে করা হচ্ছে বাড়ির মধ্যে জমা জল থেকেই ডেঙ্গির প্রকোপ বাড়ছে ওই এলাকায়।