ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতি দেখতে দিঘায় অভিষেক বন্দ্যোপাধ্যায়

ইয়াস পরবর্তী ক্ষয়ক্ষতি দেখতে দিঘায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বেলা ১টা নাগাদ তাঁর কপ্টার দিঘায় নামে। প্রাথমিক ভাবে ঠিক ছিল তিনি রামনগর ১ এবং ২ নম্বর ব্লকে বেশির ভাগ এলাকা ঘুরে দেখবেন। কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করেন। অভিষেক রামনগরের কিছু এলাকা ঘুরেই চলে যান অধিকারী গড় কাঁথির দেশপ্রাণ ব্লকে। এর পর তিনি তাজপুর এলাকায় বাঁধের অবস্থা খতিয়ে দেখেন। সেখানে ‘দুর্নীতি’ বিষয়ে বলেন, ‘‘কাজে গাফিলতি হয়েছে। মুখ্যমন্ত্রীকে বলব তদন্ত করতে। কেঁচো খুড়তে কেউটে বেরিয়ে আসতে পারে। যারা দায়িত্বে ছিল, কাজে দুর্নীতি হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।’’