আগামী শুক্রবারই রাজ্যে বর্ষা শুরু, জানাল আবহাওয়া দফতর

আগামী শুক্রবারই রাজ্যে বর্ষা শুরু। এক সপ্তাহ আগে তেমন পূর্বাভাসই দিল দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরের উত্তরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ওই নিম্নচাপই রাজ্যে বর্ষা আনতে সাহায্য করবে। সব কিছু ঠিক থাকলে আগামী ১১ জুন বা তার আগেপরেই বর্ষার অনুকূল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলার বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে। সেই সঙ্গেই ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম এবং বিহার, ছত্তীসগঢ়ের একাংশেও ঢুকবে বর্ষা। যার প্রভাবে পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে শুক্রবার জানিয়েছে হাওয়া অফিস।