অসুস্থ বিল ক্লিন্টন

হাসপাতালে ভর্তি করা হয়েছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনকে। তাঁর হাসপাতালে ভর্তি হওয়ার সঠিক কারণ এখনও পরিষ্কার নয়। তবে ৭৫ বছরের প্রবীন এই রাজনীতিবিদ অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে খবর। ক্লিন্টনের মুখপাত্র জানিয়েছেন, তিনি অসুস্থ হয়ে পড়েছে। খবর তাঁর রক্তে কোনও সংক্রমণ দেখা দিয়েছে। তিনি জানান, গত মঙ্গলবার ক্লিন্টনকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে ভর্তি করা হয়। পর্যবেক্ষণে রাখার জন্যই এই সিদ্ধান্ত বলে তিনি জানিয়েছেন‌। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। চলছে অ্যান্টিবায়োটিক। ক্লিন্টনের মেডিক্যাল টিমও নিউইয়র্ক থেকে যোগাযোগ রাখছে হাসপাতালের সঙ্গে। ২০০৪-এ হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। হয়েছিল বাইপাস সার্জারিও। তার পর থেকেই নিয়মিত চিকিৎসকদের তত্ত্বাবধানেই থাকেন।