১০০ শব্দের গল্প ১৭: সরলরেখা

১০০ শব্দের গল্প

১০০ শব্দের গল্প নিয়ে মজার খেলাটা হঠাৎই মাথায় এল। লকডাউনে যখন সবাই গৃহবন্দি তখন ভাললাগা, ভালবাসাগুলোকে আরও একবার খুঁজে পেলে কেমন লাগে? সেই খোঁজেই এই ১০০ শব্দের গল্প লেখার উদ্যোগ ফেসবুকে। অনেকেই সাড়া দিয়েছেন, অনেকেই দেননি। কিন্তু যাঁরা দিয়েছেন তাঁরা নিজের সেরাটা তুলে ধরেছেন। ১০০ শব্দ কারও বেশি হয়েছে কারও কম, কিন্তু সবাই লিখেছে গল্প। জাস্ট দুনিয়ার পাতায় এ বার সেই গল্পগুলোকেই আমাদের পাঠকদের জন্য তুলে ধরা। ১৭তম দিনের গল্প লিখলেন সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় (www.facebook.com/supriyo.banerjee.90)


অনিন্দ্য আর পৃথা প্রেমে হাবুডুবু খাওয়ার দিনে একে অপরের হাত ধরে রেললাইনের দুটো ট্র্যাকে ব্যালান্স করে হাঁটত।

মাঝেমাঝেই হাত দুটো ছেড়ে যেত ব্যালান্সের অভাবে।

আর আজ দু’জন দুটো আলাদা সংসারের অংশ হয়ে নিজেদের সান্ত্বনা দেয়, ‘সরলরেখারা তো অসীমে গিয়েই মেলে!’

গ্রাফিক্স: অর্ণবী ঘোষ

(আপনারাও পাঠাতে পারেন গল্প, কবিতা, প্রবন্ধ, জীবনের অভিজ্ঞতার কথা এই ই-মেলে: justduniya2017@gmail.com অথবা ইনবক্স করুন ফেসবুক পেজে: https://www.facebook.com/JustDuniyaNews )