১০০ শব্দের গল্প ১: ফোন আর সম্পর্ক

১০০ শব্দের গল্প

১০০ শব্দের গল্প নিয়ে মজার খেলাটা হঠাৎই মাথায় এল। লকডাউনে যখন সবাই গৃহবন্দি তখন ভাললাগা, ভালবাসাগুলোকে আরও একবার খুঁজে পেলে কেমন লাগে? সেই খোঁজেই এই ১০০ শব্দের গল্প লেখার উদ্যোগ ফেসবুকে। অনেকেই সাড়া দিয়েছেন, অনেকেই দেননি। কিন্তু যাঁরা দিয়েছেন তাঁরা নিজের সেরাটা তুলে ধরেছেন। ১০০ শব্দ কারও বেশি হয়েছে কারও কম, কিন্তু সবাই লিখেছে গল্প। জাস্ট দুনিয়ার পাতায় এ বার সেই গল্পগুলোকেই আমাদের পাঠকদের জন্য তুলে ধরা। প্রথম দিনের গল্প লিখলেন সুচরিতা সেন চৌধুরী (https://www.facebook.com/sucharita.chowdhury)


ভাগ্যিস তোমাকে বিয়ে করতে হচ্ছে না!

কেন?

১০-১২ ঘণ্টা অফিসের পরেও যার ফোন ব্যস্ত থাকে, তাকে বিয়ে করলে হানিমুন থেকে ফিরেই বিচ্ছেদ হয়ে যেত।

কী করে বুঝলে আমার ফোন ব্যস্ত?

বোঝা যায়, যখন হোয়াটসঅ্যাপগুলো তোমার ফোনে ঢোকে না।

অফিসের ফোন।

১২টা থেকে প্রায় ১২টা অফিস শেষেও যাঁর ফোন ব্যস্ত থাকে, তাঁর সঙ্গে সংসার করতে হচ্ছে না, সেটা ভেবেই স্বস্তি পাচ্ছি।

অফিসেরই ফোন।

না হলেও এখন আর কোনও অসুবিধে নেই…

গ্রাফিক্স: সুসেচৌ

(আরও গল্প পড়তে ক্লিক করুন এই লিঙ্কে)

(আপনারাও পাঠাতে পারেন গল্প, কবিতা, প্রবন্ধ, জীবনের অভিজ্ঞতার কথা এই ই-মেলে: justduniya2017@gmail.com অথবা ইনবক্স করুন ফেসবুক পেজে: https://www.facebook.com/JustDuniyaNews )