১০০ শব্দের গল্প ৭: রেখাবের রূপ

১০০ শব্দের গল্প

১০০ শব্দের গল্প নিয়ে মজার খেলাটা হঠাৎই মাথায় এল। লকডাউনে যখন সবাই গৃহবন্দি তখন ভাললাগা, ভালবাসাগুলোকে আরও একবার খুঁজে পেলে কেমন লাগে? সেই খোঁজেই এই ১০০ শব্দের গল্প লেখার উদ্যোগ ফেসবুকে। অনেকেই সাড়া দিয়েছেন, অনেকেই দেননি। কিন্তু যাঁরা দিয়েছেন তাঁরা নিজের সেরাটা তুলে ধরেছেন। ১০০ শব্দ কারও বেশি হয়েছে কারও কম, কিন্তু সবাই লিখেছে গল্প। জাস্ট দুনিয়ার পাতায় এ বার সেই গল্পগুলোকেই আমাদের পাঠকদের জন্য তুলে ধরা। পঞ্চম দিনের গল্প লিখলেন সৌরভ গঙ্গোপাধ্যায়  (facebook.com/sourav.ganguly.710)


প্রাণঘাতি করোনা মৈনাককে এক নতুন জীবন দিল। ভাঙতে বসা সংসার, মৈত্রেয়ীর চলে যাওয়ার জেদ, আজ সবটাই স্তব্ধ। ভেঙে পড়া অর্থনীতি, দেশবাসীর নিদারুণ যন্ত্রণা, চাকরি চলে যাওয়ার কষ্ট সবই আজ গৌণ। আজ মৈনাক অনেক বেশি নিশ্চিন্ত। অনেকটাই সুরক্ষিত।

এখনও মৈনাকের চোখে ভেসে ওঠে মৈত্রেয়ীর মিষ্টি হাসিটা, যেদিন সে শপথ করেছিল ওর ভাত-কাপড় জোগানের। কিন্তু ভাত আর কাপড়ই কি সব? স্ত্রী মানেই কি শুধু জৈবিক চাহিদা মেটানোর যন্ত্র?

আজ মৈনাক অনেকটাই মৈত্রেয়ীর মনের মানুষ। দূরে কোথাও সুমন গেয়ে উঠল,‘সূর্যোদয়ের রাগে গান ধরে ভীমসেন জোশী, কোমল রেখাবটাকে ভাবলেন দারুণ রূপসী’। সত্যিই তো, মৈনাক-মৈত্রেয়ীর জীবনে আজ নতুন সূর্যোদয়।

গ্রাফিক্স: সুসেচৌ

(আরও গল্প পড়তে ক্লিক করুন এই লিঙ্কে)

(আপনারাও পাঠাতে পারেন গল্প, কবিতা, প্রবন্ধ, জীবনের অভিজ্ঞতার কথা এই ই-মেলে: justduniya2017@gmail.com অথবা ইনবক্স করুন ফেসবুক পেজে: https://www.facebook.com/JustDuniyaNews )