১০০ শব্দের গল্প ৩: নাচনি

১০০ শব্দের গল্প

১০০ শব্দের গল্প নিয়ে মজার খেলাটা হঠাৎই মাথায় এল। লকডাউনে যখন সবাই গৃহবন্দি তখন ভাললাগা, ভালবাসাগুলোকে আরও একবার খুঁজে পেলে কেমন লাগে? সেই খোঁজেই এই ১০০ শব্দের গল্প লেখার উদ্যোগ ফেসবুকে। অনেকেই সাড়া দিয়েছেন, অনেকেই দেননি। কিন্তু যাঁরা দিয়েছেন তাঁরা নিজের সেরাটা তুলে ধরেছেন। ১০০ শব্দ কারও বেশি হয়েছে কারও কম, কিন্তু সবাই লিখেছে গল্প। জাস্ট দুনিয়ার পাতায় এ বার সেই গল্পগুলোকেই আমাদের পাঠকদের জন্য তুলে ধরা। তৃতীয় দিনের গল্প লিখলেন পিয়ালী দাস বন্দোপাধ্যায় (https://www.facebook.com/piyali.das.505)


রবিবার বিকেলের ব্যাচ শেষে নিজের ঘরে যেতে যেতে রক্তিমা শুনল, শাশুড়িমা ফোনে বলছেন, ‘‘এ এক নাচনি ধিঙ্গি বৌমা জুটেছে।শনি-রবিবারের বিকেল থেকেই কতগুলো বাচ্চাকে জুটিয়ে ধা-ধিন-ধিন-ধা করতে থাকে। একটু সিরিয়ালগুলোও ভাল করে শুনতে পাই না।’’

ঘরে অরুণ গম্ভীর মুখে বলল, ‘‘এভাবে কতদিন আর নেচে যাবে তুমি? ক’টা পয়সা পাও? আমাদের বাড়ির একটা সম্মান আছে তো নাকি!’’

মাস দুই পর করোনা বিধ্বস্ত পৃথিবী:

অরুণের হাতে একটা চেক দিয়ে রক্তিমা বলল, ‘‘অনলাইন নাচের ক্লাসের সবাই আমাকে টাকা দিয়েছে। এই দিয়ে আপাতত চালাও। পরে আবার চাকরি পেলে দিয়ে দেবে। ততদিন, এই নাচনির পয়সাই না হয় নিলে!’’

লকডাউনে চাকরি হারানো অরুণের মাথা আজ নত।

গ্রাফিক্স: সুসেচৌ

(আরও গল্প পড়তে ক্লিক করুন এই লিঙ্কে)

(আপনারাও পাঠাতে পারেন গল্প, কবিতা, প্রবন্ধ, জীবনের অভিজ্ঞতার কথা এই ই-মেলে: justduniya2017@gmail.com অথবা ইনবক্স করুন ফেসবুক পেজে: https://www.facebook.com/JustDuniyaNews )