এটিএম থেকে টাকা চুরি রুখতে কী করা যেতে পারে

এটিএম থেকে টাকা চুরি রুখতে

জাস্ট দুনিয়া ডেস্ক: এটিএম থেকে টাকা চুরি রুখতে বেরিয়ে আসছে নতুন নতুন পন্থা।শহর জুড়ে গেল গেল রব। নিমেশে উধাও হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা। ফোনে আসছে মেসেজ। আপনার ক্রেডিট কার্ড থেকে তোলা হয়েছে এত টাকা। কারও ১০ হাজার তো কারও ৫০ হাজার। নিমেশে তুলে নিচ্ছেন অন্য কেউ। কার্ড নিজের কাছে থাকা স্বত্বেও এটিম কার্ড থেকে উঠে যাচ্ছে টাকা। প্রথম অভিযোগ আসে কানাড়া ব্যাঙ্কের গ্রাহকদের তরফে। এর পর তা ছড়িয়ে পড়ে অন্যান্য ব্যাঙ্কেও। শুরু হয় তদন্ত। তদন্তে নেমে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর তথ্য। জানা যায় কী পদ্ধতিতে তৈরি হচ্ছে এটিএম কার্ডের ডুপ্লিকেট। কী ভাবে চুরি হচ্ছে কার্ড নম্বর ও পিন।

যার পর এটিএম কাউন্টার থেকে টাকা তোলা হয়ে গিয়েছে চিন্তার কারণ। কার্ড আসার পর মানুষ বেশি টাকা সঙ্গে রাখাও বন্ধ করে দিয়েছে। সে কেনাকাটা হোক বা রেস্টুরেন্টে বিল দেওয়া সবই হয়ে যায় কার্ডে। সেখানেও রয়েছে ভয়। সেখান থেকেও একই পদ্ধতিতে চুরি করা হচ্ছে কার্ডের সব তথ্য। এর থেকে সাময়িকভাবে বাঁচার কিছু রাস্তা অবশ্যই রয়েছে। সেটা মেনে চললে সমস্যার সমাধান হতে পারে অনেটাই।

দেখে নেওয়া যাক কী পদ্ধতিতে বাঁচানো যেতে পারে কার্ডের তথ্য চুরি হওয়া।

১) এটিএম-এ কার্ড সোয়াইপ করার আগে একটু সতর্ক হওয়া যেতে পারে। যদিও স্কিমারদের ধরা সম্ভব নয়। স্কিমারদের স্কিম ধরে ফেলা সম্ভব তেমনটা বলছি না। কিন্তু চোখ-কান খোলা রাখলে অন্য রকম কিছু ঘটছে তার আভাস পাওয়া যেতে পারে। সবার আগে দেখতে হবে যে এটিএম-এ আপনি টাকা তুলতে গিয়েছেন তা বাকি এটিএম-এর মতই। মানে কি বোর্ড, স্ক্রিন ইত্যাদি। এগুলো কিছু অন্যরকম মনে হলে সতর্ক হোন।