পুজোয় ঘরের সাজ: কম খরচে বদলে ফেলুন ঘরের ম্যাড়ম্যাড়ে দেওয়াল

পুজোয় ঘরের সাজ

জাস্ট দুনিয়া ডেস্ক: পুজোয় ঘরের সাজ বদলে ফেলুন কম খরচে। পুজো তো এসেই গেল। মাঝে মাত্র আর একটা মাস। শপিং মোটামুটি শুরু করে দিয়েছেন সকলেই। ট্রেন্ডি জামা-কাপড়ের পসরা সাজিয়ে বসে পড়েছেন দোকানিরাও। মলে মলে পুজো পুজো ভাবটাও জাঁকিয়ে বসেছে। কিন্তু এই পুজোয় কি শুধু আপনি নিজেই সাজবেন আর পরিবারের লোকজনদেরই সাজাবেন?

তা হলে কোথাও একটা ফাঁক থেকে যাবে না? এক বার ভেবে দেখুন তো? আমি বলছি ঘরকে নতুন করে সাজিয়ে তোলার কথা। এই পুজোয় আপনার সঙ্গে সঙ্গে সেজে উঠুক না আপনার সাধের বাড়িটিও। এই আস্তানাটাই তো আপনার ক্লান্তি উপসম, শান্তির ঠিকানা। তাকে অবহেলা করলে কী করে চলবে। কিন্তু পুজোর জামা-কাপড় কিনে, ঘোরার ট্রেন টিকিট বা ফ্লাইট টিকিট হোটেল-গাড়ি বুকিংয়ের পর আবার বাড়ি সাজানো একটু ঝক্কির হয়ে যাচ্ছে না?

ঠিকই বলেছেন। তবে কম খরচেও বাড়িকে ঝা চকচকে করে তুলতে পারেন আপনি। সেই রাস্তার কথাই বলব আপনাকে। শুধু খুলে ফেলতে হবে ফ্লিপকার্ট, অ্যামাজন, স্ন্যাপডিলের মতো সাইটগুলো।

প্রথমেই চোখ যাবে বাড়ির দেওয়ালের দিকে। অনেকদিন রঙ হয়নি। অনেক জায়গায় চলটা উঠে গিয়েছে। রঙ ফেড হয়ে গিয়েছে। দেওয়ালের রঙ যদি ঠিক না থাকে তা হলে কোনও সাজ সজ্জাই কাজে দেবে না। তাই সবার আগে ঠিক করতে হবে দেওয়া। কিন্তু ভাবছেন তো পুরো বাড়ি বা ফ্ল্যাট রঙ করতে হলে প্রচুর খরচ।  সেই খরচটাই এ বার কমিয়ে দিচ্ছে ওয়ালস্টিকার।

ওয়ালস্টিকার টা ঠিক কী জিনিস?

বিভিন্ন ধরনের ডিজাইনার ওয়ালস্টিকার পাওয়া যায়। সেটা এক রঙেরও হতে পারে। আপনার দেওয়ালের রঙের সঙ্গে মিলিয়ে আপনি সহজেই সেই সব কিনতে পারেন যে কোনও অন-লাইন শপিং ওয়েব সাইট থেকে। সেখানে আপনি হাজার খানেক বিকল্প পাবেন। যা থেকে বেছে নিতে পারবেন নিজের ঘরের সঙ্গে মিলিয়ে ওয়ালস্টিকার। কারও দেওয়ালে পাহাড় পছন্দ তো কারও সমুদ্র। কেউ চান ফুল আবার কেউ চান পাখি।

বাড়িতে বাচ্চা থাকলে তার ঘরে টেডি বিয়ারের ওয়ালস্টিকার ব্যবহার করতে পারেন। বয়ষ্ক মানুষ থাকলে কোনও ভগবানের ছবি ওয়ালা ব্যবহার করা যেতে পারে। সব রয়েছে ওদের ঝুলিতে। আপনাকে শুধু বসতে হবে ল্যাপটপ বা কম্পিউটারে। সেখান থেকে বেছে অর্ডার দিয়ে দিন। কতটা জায়গা দেওয়ালের খারাপ হয়েছে দেখে প্রযোজন মতো অর্ডার দিয়ে দিন। এক সপ্তাহের মধ্যে চলে আসবে আপনার কাছে। আর তার পরই বদলে যাবে আপনার ঘরের ম্যাড়ম্যাড়ে দেওয়ালটা। দিনের শেষে যে ঘরে ঢুকলে আপনি শান্তি পাবেন।

সতীত্ব এবং তার আবার পরীক্ষা!

ওয়ালস্টিকারগুলো রোল অবস্থায় থাকে। তার নিচে লাগানো থাকে আঠা। একটাওয়ালস্টিকার আধা দেওয়াল ঢেকে ফেলতে পারবেন আপনি। সেই বুঝে অর্ডার দিন। আপনি ঠিক করে নিন দেওয়ালের কোন কোন অংশ আপনি ঢাকতে চাইছেন। দেওয়াল খারাপ না হলেও এগুলো ব্যবহার করা যায় ঘরের লুক বদলাতে বা ঘরের প্রানবন্ততা আনতে। পুজোর আগে খুব কম খরচে সাজিয়ে ফেলুন আপনার বাড়ি বা ফ্ল্যাটের দেওয়াল।

ঘরের দেওয়াল বদলে ফেলুন। এর পরদিন ঘর সাজানোর আরও টিপস নিয়ে আসব আপনাদের সামনে।