২০ মে ২০২৩: কী কী ঘটল সারাদিনে

২০ মে ২০২৩: কী কী ঘটল সারাদিনেনিজাম প্যালেস থেকে বেরিয়ে অভিষেক।

অভিষেককে জিজ্ঞাসাবাদ করল সিবিআই

শনিবার প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করল সিবিআই। জিজ্ঞাসাবাদের পর বাইরে বেরিয়ে তিনি বলেন, ‘‘জিজ্ঞাসাবাদের নির্যাস শূন্য। একটা আস্ত অশ্বডিম্ব। যেটা আমি গতকালই বলেছিলাম। আমি বলেছিলাম, আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে জনসমক্ষে আনা হোক। জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই। প্রমাণ থাকলে ফাঁসির মঞ্চে উঠব। আমারও সময় নষ্ট, তদন্তকারীদের সময় নষ্ট।’’

মদনের নামে এফআইআর

রোগী ভর্তি নিয়ে এসএসকেএম হাসপাতালে গন্ডগোলের ঘটনায় অভিযোগ দায়ের হল ভবানীপুর থানায়। পুলিশ সূত্রে খবর, অভিযোগপত্রে রয়েছে বিধায়ক মদন মিত্রের নামও। তৃণমূল বিধায়কের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মদনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ এবং ৫০৬ ধারায় মামলা রুজু হয়েছে।