১১ মে ২০২৩: কী কী ঘটল সারাদিনে

Mamata Banerjee

ডাক্তারিতে ৩ বছরের ডিপ্লোমা কোর্সের প্রস্তাব মমতার

রাজ্যে চিকিৎসা পরিষেবা আরও জোরদার করতে এ বার চিকিৎসকদের জন্য তিন বছরের ডিপ্লোমা কোর্সের প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন সভাঘরে প্রশাসনিক বৈঠকে মমতা জানান, ইঞ্জিনিয়ারিংয়ে যেমন ডিপ্লোমা কোর্স হয়, ডাক্তারিতেও সেই রকম ডিপ্লোমা কোর্স চালু করা যায় কি না দেখা হোক। পাশাপাশি, সিনিয়র নার্সদের পদোন্নতি দিয়ে ‘সেমি ডাক্তার’ তৈরির প্রস্তাবও দিয়েছেন তিনি।

মোকা আছড়ে পড়বে বাংলাদেশের কক্সবাজার ও মায়ানমারে

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হল মোকা। আগামী ১২ ঘণ্টায় উত্তর দিকে আরও অগ্রসর হবে ঝড়। শুক্রবার সকালে আরও শক্তি সঞ্চয় করে মধ্য বঙ্গোপসাগরে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে মোকা।

সিটে দময়ন্তী, পঙ্কজ ও উপেন্দ্র

উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণ করে খুনের অভিযোগের ঘটনার মামলায় সিট গঠন করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা বৃহস্পতিবার ওই বিশেষ তদন্তকারী দল গঠন করেন। রাজ্য পুলিশের আধিকারিক দময়ন্তী সেন, প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত এবং প্রাক্তন সিবিআই কর্তা উপেন্দ্রনাথ বিশ্বাসকে সিটে রেখেছেন তিনি।