নভদীপ সাইনি বলছিলেন, ভারতের টুপি হাতে নিয়েও বিশ্বাস হচ্ছিল না

নভদীপ সাইনি

জাস্ট দুনিয়া ডেস্ক: নভদীপ সাইনি ভারতের জার্সিতে নেমেই নজর কেড়ে নিয়েছেন। ভারতীয় দলের টুপিটা হাতে নেওয়ার পরও বিশ্বাস করতে পারেননি নভদীপ সাইনি!‌ জানালেন তরুণ জোরে বোলার নিজেই।

৪–১–১৭–৩ অভিষেক ম্যাচে তাঁর পারফরমেন্স। স্বাভাবিকভাবেই ২৬ বছরের সাইনি আবেগ আপ্লুত, ‘‌শনিবার সকালে টুপিটা হাতে নিয়ে অদ্ভুত লাগছিল। এই দিনটার জন্যই তো এত অপেক্ষা করেছি। অথচ দিনটা আমার জীবনে এসে গেছে বিশ্বাসই হচ্ছিল না!‌ ভারতের হয়ে অভিষেক ম্যাচ খেলে অভিভূত।’‌

প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের সুযোগ ছিল সামনে। ওই সময় মনের ভেতর কী চলছিল?‌ নভদীপ সাইনির জবাব, ‘‌শুরুতে আত্মবিশ্বাসে ঘাটতি ছিল। অভিষেক ম্যাচের চাপের। প্রথম উইকেট পাওয়ার পর সেই চাপটা কমল। দ্বিতীয় উইকেট পাওয়ার পর একটু আত্মবিশ্বাসও বাড়ল। মনে হল, আমি সাধারণ কোনও ম্যাচ খেলতে মাঠে নেমেছি। আর হ্যাটট্রিক হতে পারে এমন মুহূর্তে যখন বলটা করলাম মনে হল, এ তো এতদিন অন্যদের করতে দেখেছি। এখন আমি করছি।’‌

শেষ ওভারে কিয়েরন পোলার্ডকে ফিরিয়েছেন। ওই মুহূর্তে ঠিক কী ঘটেছিল?‌ নভদীপ বলেন, ‘‌আমার মনে হয়েছিল ওটা নট আউট। আম্পায়ারও তাই বলেছিলেন। কিন্তু বিরাট পাজি বলল, ‌রিভিউ নেব। ভারতের একটা রিভিউ নেওয়া বাকি আছে। শুধু শুধু নষ্ট করব কেন?‌’‌ আমি নিশ্চিত ছিলাম না। অথচ রিভিউয়ে দেখা গেল আউট। খুব খুশি হয়েছি।’‌

(খেলার আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)

সাইনি যখন এত কথা বলেছেন, তখন হরিয়ানার এই ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল বললেন বিরাট কোহলি। ভারত অধিনায়কের কথায়, ‘‌নভদীপ দিল্লির হয়ে খেলে। আইপিএলেও খেলেছে। ১৫০ কিমি গতিতে ও বল করতে পারে। ওর ভেতরে সাফল্যের খিদে আছে। আশা করি, লডারহিল থেকে নভদীপ নিজেকে গড়বে। নিজের নাম প্রতিষ্ঠা করবে।’‌

শুধু বিরাট নন, নভদীপকে নিয়ে কথা বলেছেন ভারতীয় দলের সিনিয়র পেসার ভুবনেশ্বর কুমারও। নভদীপের মতো তরুণ বোলারদের সবসময় পথ দেখাতে তিনি তৈরি। ভুবি বলেছেন, ‘‌যখন নভদীপ, খলিলের মতো তরুণরা ভাল বল করে, তখন ওদের সঙ্গে কথা বলা দরকার। ওরা যাতে ড্রেসিংরুমে স্বচ্ছন্দ বোধ করে সে খেয়াল রাখা জরুরি। আমি সবসময় তাই করি। ওদের ক্ষেত্রেও তাই করব। ভারতীয় দলে ঢোকার আগে নভদীপ ভারত ‘‌এ’‌–র হয়ে ও খেলছিল। ওয়েস্ট ইন্ডিজ ‘‌এ’‌–র বিরুদ্ধে। তাই ভাল খেলেছে।’‌

এদিকে নভদীপের দুরন্ত অভিষেকের দিনে বিষান সিং বেদি আর চেতন চৌহানকে একহাত নিলেন গৌতম গম্ভীর। দিল্লির রনজি দলে নভদীপের ঢোকা আটকাতে চেয়েছিলেন এই দুই প্রাক্তন ক্রিকেটার। গম্ভীর বলেছেন, ‘‌নভদীপ তুমি তো প্রথম বলটা করার আগেই দুটো উইকেট তুলে নিয়েছ। বিষান বেদি আর চেতন চৌহানের। যে প্লেয়ারের সদ্য অভিষেক হল আন্তর্জাতিক মঞ্চে, তার সম্পর্কে শোক গাথা এঁরা দু’‌জন লিখেছিলেন অনেক আগে!‌ ব্যাপারটা লজ্জার।’‌

কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বেদিও। তিনি বলেছেন, ‘‌পাল্টা দেওয়ার জন্য আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে, এই তত্ত্বে বিশ্বাসী নই। টুইটারে কোনও মন্তব্যের প্রতিক্রিয়া দিই না। তাছাড়া নভদীপ সাইনিকে নিয়ে কোনও নেতিবাচক কথা বলিনি। বিশ্বাস করি, যদি কেউ ভাল খেলে সেটা তারই কৃতিত্ব, কোনও রাম, শ্যাম, যদু, মধুর নয়।’‌ যা শুনে গম্ভীরের পাল্টা, ‘‌বিষান বেদি নিজের ছেলেকে দিল্লি দলে ঢোকানোর চেষ্টা করেছিলেন। এটা লজ্জার।’