করোনাভাইরাস বিভ্রান্তি কাটাতে জাস্ট দুনিয়ার মুখোমুখি ডাক্তার

করোনাভাইরাস বিভ্রান্তি

করোনাভাইরাস বিভ্রান্তি চিন্তার কারণ হয়ে উঠেছে যা নিয়ে ছড়াচ্ছে নানা ধরণের কাহিনী। কোনওটা সত্যি তো কোনওটা ফেক। সোশ্যাল মিডিয়ার যুগে তা ভয়ঙ্কর রূপ নিয়েছে। বিভ্রান্ত হচ্ছে মানুষ, নিয়ে ফেলছেন ভুল সিদ্ধান্ত। সেই বিভ্রান্তি কাটাতেই জাস্ট দুনিয়ার মুখোমুখি বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ও স্বাস্থ্যপ্রশিক্ষক ধ্রুবজ্যোতি লাহিড়ী


জাদু: কোভিড-১৯ কি খাবারের মাধ্যমে ছড়ায়?
ডা: এটা খুবই কম দেখা গিয়েছে যে, খাবারের মাধ্যমে বা খাবার প্যাকেজিংয়ের মাধ্যমে কোভিড-১৯ ছড়ায়।

জাদু: তা হলে কী ভাবে এই রোগ বেশি ছড়ায়?
ডা: মানুষের সঙ্গে মানুষের সরাসরি ছোঁয়াতেই এই রোগ ছড়ায় । এবং ড্রপলেটের মাধ্যমে এই রোগ বেশি ছড়ায়।

জাদু: করোনাভাইরাস কি খাদ্যের মধ্যে বংশবৃদ্ধি করতে পারে?
ডা: একদমই নয়। আজ পর্যন্ত বিভিন্ন রিসার্চের মাধ্যমে জানা গিয়েছে যে, কোনও ভাইরাসের বংশবৃদ্ধির জন্য মানুষ বা প্রাণীর প্রয়োজন হয়।

জাদু: করোনা ভাইরাস জীবাণু কি পায়খানার মাধ্যমে ছড়ায়?
ডা: রিসার্চের মাধ্যমে দেখা গিয়েছে এই সম্ভাবনা খুব কম।

জাদু: এই রোগের প্রাথমিক লক্ষণ কী?
ডা: হালকা নিউমোনিয়া থেকে হালকা জ্বর, কাশি, গলা ব্যথা এবং মাথা যন্ত্রণা। পরবর্তীতে শ্বাসকষ্ট এবং মৃত্যু।

জাদু: মাথা যন্ত্রণা কি এই রোগের আর একটি লক্ষণ?
ডা: হ্যাঁ, মাথার যন্ত্রণা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ লক্ষণ।

জাদু: সাধারণ ফ্লুয়ের থেকে করোনাভাইরাস কি বেশি ভয়ের?
ডা: হ্যাঁ, করোনাভাইরাস সাধারণ মরসুমি ইনফ্লুয়েঞ্জা থেকে বেশি ভয়ঙ্কর হতে পারে। সিজেনাল ফ্লু তে মৃত্যু হয় সারা বিশ্বে মাত্র ১শতাংশ। কিন্তু সেখানে সারা বিশ্বে কোভিডে মৃত্যুর হার ৩.৫ শতাংশ।

জাদু: কত দিনে এক জন করোনা-আক্রান্ত সেরে উঠতে পারেন?
ডা: শুধুমাত্র হালকা ইনফেকশন হলে দু’সপ্তাহ লাগতে পারে । কিন্তু ক্রিটিকাল সময়ে করোনা সারতে ছয় সপ্তাহ সময় লাগতে পারে।

জাদু: করোনাভাইরাস কি মশার মাধ্যমে ছড়ায়?
ডা: না এখনও পর্যন্ত সে রকম কোনও ফল পাওয়া যায়নি।

জাদু: গরমের সময় বা অত্যধিক ঠান্ডায় করোনাভাইরাস কি মারা যায়?
ডা: এই প্রশ্নের উত্তরটা সব সময় সঠিক ভাবে উঠে আসেনি। করোনাভাইরাস শীতের দেশে যেমন ছড়িয়েছে, তেমনই গরমের দেশে এর প্রভাব মারাত্মক হিসেবেই দেখা দিয়েছে। কিন্তু সার্চ ভাইরাসের ক্ষেত্রে দেখা গিয়েছিল ৫৬ ডিগ্রি সেন্টিগ্রেডে ১৫ মিনিটের মধ্যে ভাইরাসটি মারা যায়।

জাদু: করোনাভাইরাসের থেকে বেশি বিপদ কাদের?
ডা: যে রোগীরা আগে থেকেই বিভিন্ন রোগে ভুগছেন— যেমন শ্বাসকষ্ট, ডায়াবিটিস, হার্টের রোগ, কিডনির রোগ— তাঁদের ক্ষেত্রে করোনাভাইরাসের প্রভাব মারাত্মক।

জাদু: করোনাভাইরাসের ক্ষেত্রে কোনও অ্যান্টিবায়োটিক কি কাজ করে?
ডা: করোনাও একটি ভাইরাস। সেই জন্য কোনও অ্যান্টিবায়োটিক এর চিকিৎসার ক্ষেত্রে কাজ করে না।

জাদু: করোনাভাইরাসের চিকিৎসা তবে কী?
ডা: করোনাভাইরাসের ক্ষেত্রে কোনও নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নেই। রোগীর লক্ষণ অনুসারে চিকিৎসা করা হয়।

জাদু: ব্রেস্ট ফিডিংয়ে কি বাচ্চার মধ্যে কোনও ভাইরাস ছড়াতে পারে?
ডা: সে রকম কোনও তথ্য বিজ্ঞানীদের কাছে এসে পৌঁছয়নি। কিন্তু বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময় মাকে হাইজেনিক ভাবে ব্রেস্ট ফিডিং করানো উচিত।

জাদু: কত ধরনের করোনাভাইরাস হতে পারে?
ডা: এখনও পর্যন্ত ছয় ধরনের স্পেসিসের খোঁজ পাওয়া গিয়েছে। একটি স্পেসিস দু’টি স্ট্রেইনসে বিভক্ত হয়। সাতটি স্ট্রেইনস (strains)আছে।

জাদু: ভাইরাসটির নামকরণ কী ভাবে হয়েছে?
ডা: ইন্টারন্যাশনাল কমিটি অব ট্যাক্সোনমি অব ভাইরাস (ICTV) সংস্থাটি ভাইরাসের জেনেটিক স্ট্রাকচার এবং ডেভেলপমেন্ট বিচার করে এর নামকরণ করে।

জাদু: করোনাভাইরাস থেকে কি সেপটিক শক হয়?
ডা: হ্যাঁ সিভিয়ার অবস্থায় সেপসিস এবং সেপটিক শক হয়।

(আরও ইন্টারভিউ পড়তে ক্লিক করুন এই লিঙ্কে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)