কঠিন ম্যাচে গোল করে সমর্থকদের ধন্যবাদ দিলেন রবি কিন

আইএসএল-এ ইতিমধ্যেই জোড়া গোল করে ফেলেছেন তিনি। তাঁকে ঘিরেই শুরু থেকে ছিল যত উৎসাহ। যদিও শুরু থেকে খেলতে পারেননি চোটের জন্য। কিন্তু মাঠে নেমেই নিজের জাত চিনিয়েছেন। শেষ ম্যাচে দলকে জয় এনে দিতে না পারলেও গোল এসেছে রবি কিনের পা থেকে। ম্যাচ শেষে যুবভারতীতে কী বললেন রবি? এই আইএসএল-এর একমাত্র তারকা ফুটবলার তিনিই।
প্রশ্ন: এটা খুব একটা কঠিন ম্যাচ ছিল?
রবি কিন: প্রথমার্ধে ওরা ভাল খেলেছে। পজিশনের দিক থেকে দেখতে গেলে। আমরা শুরুতেই গোল করে ফেলেছিলাম। কিন্তু, সেটা কাজে লাগাতে পারিনি। ওরাও পাল্টা গোল পেয়ে গিয়েছিল।
প্রশ্ন: ফ্রি কিক নিয়ে সংশয় রয়েছে?
রবি কিন: আমি এখনও নিশ্চিত নই, ওই ফ্রি কিকটা আমাদের ছিল, না ওদের। মনে হচ্ছিল লাইন্সম্যান আমাদের ফ্রি কিক দিতে চেয়েছিলেন। আর মুহূর্তের মধ্যে ওদের দিলেন। ওরা তা থেকে গোল পেয়ে গেল।
প্রশ্ন: ওরা কোথায় এগিয়ে থাকল?
রবি কিন: ওরা প্রথমার্ধে ম্যাচের উপর নিয়ন্ত্রণ পুরো রেখেছিল। কিন্তু দ্বিতীয়ার্ধে আমার মনে হয় আমরা ভাল ফুটবল খেলেছি। যদিও শেষ পর্যন্ত ফল ১-১।
প্রশ্ন: পর পর দুটো ম্যাচে দুটো গোল। আর তার পর সেই সেলিব্রেশন। আশা করি এটা আরও বার বার দেখা যাবে?
রবি কিন: আমার এই সেলিব্রেশন সবাই ২০ বছর ধরে দেখছে। কি তাই তো?
প্রশ্ন: মধ্যরাতে এই প্রথম ফুটবল হল। সেটা নিয়ে কী বলবেন?
রবি কিন: সবার জন্য একটা অদ্ভুত দিন ছিল। সব থেকে গুরুত্বপূর্ণ আমরা সবাই সুস্থ এবং ঠিক ছিলাম। দীর্ঘ অপেক্ষা ছিল। কেউ বুঝতেই পারছিল না ম্যাচ আদৌ হবে কি না। কিন্তু শেষে দুই দলের ভাগ্যেই এক পয়েন্ট করে জুটেছে।
প্রশ্ন: এটিকে ফ্যানদের জন্য কোনও বার্তা?
রবি কিন: অত রাতে আমাদের সমর্থন করার জন্য সবাইকে ধন্যবাদ।
তথ্য: আইএসএল