আস্থা ভোটে বিজেপি, ইয়েদুরাপ্পার ভাগ্য নির্ধারণে টানটান নাটক কর্নাটকে

আস্থা ভোটে বিজেপি, বিএস ইয়েদুরাপ্পাবিএস ইয়েদুরাপ্পার।

জাস্ট দুনিয়া ডেস্ক: আস্থা ভোটে বিজেপি, ১৫ দিনের বদলে ২৪ ঘণ্টার মধ্যেই। ইয়েদুরাপ্পাকে শনিবার বিকেল চারটের মধ্যেই আস্থাভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবারের এই নির্দেশের পর আস্থাভোটে যাওয়া ছাড়া বিজেপির হাতে আর কোনও উপায় থাকছে না।

মঙ্গলবার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই নাটক চলছে কর্নাটকে। প্রথমে বিজেপি-র ম্যাজিক সংখ্যার কাছাকাছি পৌঁছে থমকে যাওয়া। বিজেপিকে ১০৪-এ থেমে যেতে দেখেই কংগ্রেস নিঃশর্ত ভাবে সমর্থন করে জেডি(এস)কে। দু’দলের যৌথ আসন ম্যাজিক সংখ্যার থেকে অনেক বেশি। কিন্তু, তা সত্ত্বেও বিজেপি সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে রাজ্যপাল বাজুভাই বালা সরকার গঠনের জন্য ডাক দেন। সেই সঙ্গে তিনি বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বিএস ইয়েদুরাপ্পাকে ১৫ দিন সময় দেন নিজেকে আস্থাভোটে প্রমাণ করার জন্য।

শুক্রবার সকালে ফের সুপ্রিম কোর্ট জানায়, শনিবার বিকেল চারটের মধ্যে আস্থাভোটে যেতে হবে ইয়েদুরাপ্পাকে।

কিন্তু, কংগ্রেস এবং জেডি(এস) সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মঙ্গলবার রাতেই। মধ্যরাতে শুনানি শুরু হয়। কিন্তু রাতভর শুনানির পর সুপ্রিম কোর্ট রাজ্যপালের নির্দেশ খণ্ডানোর আর্জিতে ‘না’ করে দেয়। তবে, এই মামলার সুনানি চলবে বলে জানিয়ে দেয় শীর্ষ আদালত। পাশাপাশি তারা বিধায়ক কেনাবেচার উপরেও যে নজর রাখবে, সে কথাও জানিয়ে দেয়। সুপ্রিম কোর্টের সবুজ সঙ্কেত পেয়ে বুধবার সকালেই মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন ইয়েদুরাপ্পা। কিন্তু, শুক্রবার সকালে ফের সুপ্রিম কোর্ট জানায়, শনিবার বিকেল চারটের মধ্যে আস্থাভোটে যেতে হবে ইয়েদুরাপ্পাকে।

ইয়েদুরাপ্পার আইনজীবী মুকুল রোহাতগি আদালকে জানান, তাঁর মক্কেলের এক সপ্তাহ সময় পেলেই ভাল হয়। আদালত নিজের অবস্তানে অনড় তেকে জানিয়ে দেয়, শনিবারে হওয়াই ভাল। তাতে কোনও পক্ষই সময় পাবে না। এর পর আদালত প্রশ্ন করে, বাকি ৮ জন বিধায়কের সমর্থন ইয়েদুরাপ্পা পাবেন কোথা থেকে? জবাবে মুকুল জানান, কংগ্রেস এবং জেডি(এস)-এর বিধায়কদের থেকেই সমর্থন মিলবে। এর বেশি তাঁর পক্ষে প্রকাশ্যে এই মুহূর্তে বলা সম্ভব নয় বলেও জানান মুকুল। ইয়েদুরাপ্পাও টুইট করে জানান, তার দল সংখ্যাগরিষ্ঠতা পাবে এবং নিজেদের প্রমাণ করবে।

এর মধ্যেই রাজ্যপাল বালা বিজেপি বিধায়ক কেজি বোপাইয়াকে প্রোটেম স্পিকার হিসাবে নিয়োগ করেন। আস্থাভোটে দু’পক্ষ সমান সমান হলে প্রোটেম স্পিকার নিজের ভোটটি পছন্দ মতো দিতে পারেন। কংগ্রেস যদিও বোপাইয়ার নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে। রীতি অনুযায়ী প্রবীণ এবং সবচেয়ে বেশি বারের বিধায়ককেই প্রোটেম স্পিকার করা হয়। বোপাইয়ার ক্ষেত্রে রাজ্যপাল তা মানেনি বলে শনিবার শীর্ষ আদালতে অভিযোগ জানাবে কংগ্রেস।

বিএস ইয়েদুরাপ্পা কর্নাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন

তবে, বিধায়ক কেনাবেচা ঠেকাতে কংগ্রেস এবং জেডি(এস) তাদের বিধায়কদের এ দি‌ন সকালেই তিন বাস বোঝাই করে গোপন ডেরায় নিয়ে গিয়েছে। জানা গিয়েছে, হায়দরাবাদের দু’টি বিলাসবহুল পাঁচতারা হোটেলে তাঁদের রাখা হয়েছে। জেডি(এস)-এর দাবি, তাদের বিধায়ককে ১০০ কোটি টাকা ঘুষের প্রস্তাব দিয়েছে বিজেপি। সহ্গে মন্ত্রিত্বের প্রস্তাবও। কংগ্রেস এবং জেডি(এস)-এর দুই বিধায়ককে অপহরণের অভিযোগও উঠেছে।

সব মিলিয়ে এখন কর্নাটকের রাজনৈতিক মঞ্চে টানটান উত্তেজনা।