করোনায় বিশ্বে দ্বিতীয় ভারত, আক্রান্তের তালিকায় আমেরিকা এখনও প্রথমে

করোনায় বিশ্বে দ্বিতীয় ভারত

জাস্ট দুনিয়া ডেস্ক: করোনায় বিশ্বে দ্বিতীয় ভারত শীর্ষে এখনও আমেরিকা। এত দিন দ্বিতীয় স্থানে ছিল ব্রাজিল। সোমবার ব্রাজিলকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে ভারত। ভারতের সামনে রয়েছে শুধু আমেরিকা। আমেরিকায় এখনও পর্যন্ত মোট ৬২ লাখ ৭৬ হাজার মানুষ করোনা আক্রান্ত। ব্রাজিলকে টপকে ভারতে এই মুহূর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৪ হাজার ৬১৩ জন। আর তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৩৭ হাজার।

চতুর্থ স্থানে থাকা রাশিয়ায় আক্রান্তের সংখ্যা এই তিন দেশের তুলনায় অনেকটাই কম, ১০ লাখ ২২ হাজার। ৬ লাখ ৮৩ হাজার করোনা আক্রান্ত নিয়ে পঞ্চম স্থানে পেরু রয়েছে। ৬ লাখ ৬৬ হাজার আক্রান্ত নিয়ে ষষ্ঠ স্থানে কলম্বিয়া। সপ্তম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৩৮ হাজার।

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় স্পেন, ফ্রান্স, ইটালি, ব্রিটেন, মেক্সিকোর মতো দেশকে পিছনে ফেলে বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ভারত। তবে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা আমেরিকা-ব্রাজিলের তুলনায় ভারতে মোট মৃত্যুর সংখ্যা অনেক কম। তবে গত কয়েক দিন ধরেই দৈনিক মৃত্যুর সংখ্যায় অন্যান্য দেশকে পিছনে ফেলে দিচ্ছে ভারত।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কারণে এ দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ১৬ জনের। সব মিলিয়ে এখনও পর্যন্ত এ দেশে মোট ৭১ হাজার ৬৪২ জন করোনার কারণে মারা গিয়েছেন।

আক্রান্ত ও মৃত্যু সংখ্যায় বিশ্বের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ভারতে কিন্তু আশার আলো দেখাচ্ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যা। এখনও পর্যন্ত ভারতে মোট ৩২ লাখ ৫০ হাজার ৪২৯ জন করোনা থেকে সেরে উঠেছেন। অর্থাৎ দেশে মোট আক্রান্তের ৭৭.৩১ শতাংশই সুস্থ হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৬৯ হাজার ৫৬৪ জন।

পশ্চিমবঙ্গে দৈনিক নতুন করোনা সংক্রমণ বেশ কিছু দিন ধরে তিন হাজারের নীচে ছিল। গত ২৪ ঘণ্টায় যদিও ৩ হাজার ৮৭ জন আক্রান্ত হয়েছেন। সব মিলিয়ে এখনও পর্যন্ত এ রাজ্যে মোট ১ লাখ ৮০ হাজার ৭৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫২ জনের। করোনার কবলে এ রাজ্যে এখনও অবধি মারা গিয়েছেন ৩ হাজার ৫৬২ জন।

(দেশের আরও খবরের জন্য এখানে ক্লিক করুন)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)