জবুথবু বৃদ্ধা এ ভাবে আটকে ছিলেন ভাইয়ের হাতে! উদ্ধার করল দিল্লির মহিলা কমিশন

জবুথবু বৃদ্ধাজবুথবু বৃদ্ধা এবং স্বাতী মানিওয়াল। ছবি স্বাতীর টুইটার থেকে।

জাস্ট দুনিয়া ডেস্ক: জবুথবু বৃদ্ধা, সারা শরীরে মলমূত্র মাখা। এতটাই অসুস্থ যে হাঁটাচলাও করতে পারছেন না। মঙ্গলবার দিল্লির রোহিণী এলাকায় একটি বাড়ি থেকে ওই মহিলাকে উদ্ধার করেন দিল্লির মহিলা কমিশনের সদস্যরা। স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।

বাড়ির ছাদে এক মহিলাকে আটকে রাখার খবর পেয়েছিলেন দিল্লির মহিলা কমিশনের সদস্যরা। তাঁরা রোহিণীর ওই বাড়িতে গিয়ে যা দেখলেন, তাতে অত্যন্ত অবাক হয়েছেন। মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল জানিয়েছেন, ‘‘খোলা আকাশের নীচে দিন কাটানো ওই মহিলাকে দেখে মনে হচ্ছিল, বয়স অন্তত ৯০ বছর। দীর্ঘ দিন অভুক্ত থাকায় কঙ্কালসার চেহারা। মাথায় জটা।’’

তবে তাঁকে উদ্ধারের কাজটা সহজ ছিল না। মহিলা কমিশনের সদস্যরা জানান, তাঁদের প্রথমে ঢুকতেই দেওয়া হয়নি। পরে পুলিশ ডেকে পাশের বাড়ির ছাদ থেকে পাঁচিল টপকে ওই বাড়িতে পৌঁছন তাঁরা। খোলা ছাদ। চার পাশে ছড়িয়ে ছিটিয়ে নোংরা। কটূ গন্ধ। মাছি ভনভন করছে। আর সেখানেই নিজের মলমূত্রের মধ্যে জবুথবু হয়ে পড়ে রয়েছেন ওই বৃদ্ধা।

তাৎক্ষণিক তিন তালাক নিয়ে অর্ডিন্যান্স জারি করল কেন্দ্রীয় মন্ত্রিসভা

দিল্লির মহিলা কমিশনে খবরটা দিয়েছিলেন ওই বৃদ্ধার ভাই। দাদার হাত থেকে বোনকে উদ্ধার করতেই তিনি সাহায্য চেয়ে ফোনটা করেছিলেন। সেই ফোন পেয়েই ওই বাড়িতে যান মহিলা কমিশনের সদস্যরা। স্বাতী মালিওয়ালরা জানিয়েছেন, বাড়ির মালিক কিছুতেই গেট খুলতে চাইছিলেন না। বাধ্য হয়েই তখন পুলিশ ডাকতে হয় তাঁদের। পুলিশ এসে লাগোয়া বাড়ির ছাদ থেকে ওই ব্যক্তির বাড়িতে ঢোকে। যেখানে মহিলা পড়ে ছিলেন, সেখানকার অবস্থা দেখে পুলিশও চমকে যায়। পুলিশ জানিয়েছে, মহিলাকে যখন উদ্ধার করা হয় তিনি কথা বলার মতো অবস্থায় ছিলেন না। কাউকে চিনতেও পারছিলেন না। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পরে ওই ভাই এবং আটকে থাকা মহিলা জানিয়েছেন, গত দু’বছর ধরে তাঁকে বাড়িতে আটকে রেখেছেন তাঁর আর এক ভাই। দিনের পর দিন অত্যাচার চলত তাঁর উপর। মারধর করা হত। খেতেও দেওয়া হত না। তাঁকে ছাদের অপরিচ্ছন্ন জায়গায় ফেলে রাখা হয়েছিল। চার দিন অন্তর এক দিন খেতে দেওয়া হত মহিলাকে। সেটাও একটা রুটি। মহিলার ওই ভাইয়ের বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়েছে। তবে তাঁকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি বলেই পুলিশ সূত্রে খবর।