কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা মাতন্ডকর, ঘরোয়া কোন্দলের শিকার হতে চান না বলেই পদত্যাগ

কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা মাতন্ডকরকংগ্রেস ছাড়লেন ঊর্মিলা মাতন্ডকর

জাস্ট দুনিয়া ডেস্ক: কংগ্রেস ছাড়লেন ঊর্মিলা মাতন্ডকর, পাঁচ মাসেই দলে মোহভঙ্গ হল বলিউড অভিনেত্রীর। গত লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিয়েছিলেন ঊর্মিলা। মঙ্গলবার একটি বিবৃতি প্রকাশ করে তিনি জানিয়েছেন, কংগ্রেস ছেড়ে দিচ্ছেন।

সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে ঊর্মিলার এই ছেড়ে যাওয়া কংগ্রেসকে যথেষ্ট বিড়ম্বনায় ফেলেছে। কারণ, ঊর্মিলার ওই বিবৃতিতে রয়েছে গোষ্ঠী দ্বন্দ্বের অভিযোগ। তিনি লিখেওছেন, ‘‘ঘরোয়া কোন্দলের শিকার আর হতে চাই না।’’

এই সংক্রান্ত  আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে

সংবাদমাধ্যমেও মুখ খুলেছেন ঊর্মিলা। তিনি বলেছেন, ‘‘এটা স্পষ্ট যে, মুম্বই কংগ্রেসের যাঁরা মাথা তাঁরা দলের ভালর জন্য সংগঠনে কোনও পরিবর্তন বা রূপান্তরণ হয় চান না অথবা তাঁদের সদিচ্ছা নেই।’’

একই সঙ্গে তিনি বলেন, ‘‘মুম্বই কংগ্রেসে দেখেছি, দলের জন্য বড় কোনও গোলকে লক্ষ্য করে নয় বরং কায়েমি স্বার্থে কাজ করা হয় এখানে। আমার একটা রাজনৈতিক এবং সামাজিক সংবেদনশীলতা রয়েছে। সেটাই আমাকে এ সব করতে আটকেছে। ঘরোয়া কোন্দলের শিকার আর হতে চাই না।’’

অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এসেছিলেন ঊর্মিলা। গত লোকসভায় বিজেপির গোপাল শেঠির বিরুদ্ধে মুম্বই উত্তর কেন্দ্র থেকে দাঁড়িয়েওছিলেন। কিন্তু হেরে যান। এ দিন তিনি দলের বিরুদ্ধে গোপন চিঠি ফাঁস করে দেওয়ার অভিযোগও তোলেন। তিনি একটি চিঠি দিয়েছিলেন মুম্বই কংগ্রেসের সভাপতি মিলিন্দ দেওরাকে। গোপন সেই চিঠি কী ভাবে সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে গিয়েছিল, সে প্রশ্নও তুলেছেন ঊর্মিলা।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)