ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, ছাত্রনেত্রীকে মারধরে অভিযুক্ত এবিভিপি

ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল

জাস্ট দুনিয়া ডেস্ক: ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, তৃণমূল ছাত্র পরিষদের এক নেত্রীকে মারধর করার অভিযোগ উঠল অখিল ভারত বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর বিরুদ্ধে। গেরুয়া শিবিরের ওই ছাত্র সংগঠন যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে আগামিকাল দুপুর ২টোর সময় ভার্চুয়ালি ভাষণ দেওয়ার কথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রতিষ্ঠা দিবসের আগের দিন আগরতলার মহারাজা বীর বিক্রম কলেজে প্রচারে গেলে তৃণমূলের ছাত্র সংগঠনের নেতাদের  বাধা দেওয়ার অভিযোগ ওঠে। তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে প্রচারে ওই কলেজে যান নেতানেত্রীরা। সেখানে তাঁদেরকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।

সোলাঙ্কি সেনগুপ্ত নামে তৃণমূল ছাত্র পরিষদের এক নেত্রীকে মারধর করা হয়। সোলাঙ্কিকে আটকে রাখা হয় বলেও অভিযোগ টিএমসিপি-র। তাদের দাবি, পুলিশকে জানিয়েও কোনও লাভ হয়নি। ঘটনাস্থলে পুলিশ গেলে উল্টে তারের সামনেই এবিভিপি সদস্যেরা টিএমসিপি-র উপর চড়াও হন। ত্রিপুরায় তৃণমূলের ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক শক্তিপ্রতাপ সিংহের অভিযোগ, এবিভিপি-র মারে আহত হয়েছেন পারমিতা সেন, বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, হিমাদ্রিশেখর বণিক-সহ আরও অনেকে। যদিও তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী সোলাঙ্কি নিরাপদে রয়েছেন বলে ত্রিপুরা পুলিশ সূত্রে দাবি।

গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার ত্রিপুরা গিয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ও সাংসদ শান্তনু সেন। এর আগে একাধিক বার ত্রিপুরায় তৃণমূল নেতানেত্রীদের উপর হামলার অভিযোগ উঠেছে। প্রতি ক্ষেত্রেই তৃণমূলের পক্ষ থেকে অভিযোগের আঙুল তোলা হয়েছে বিজেপির দিকে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফরে গেলে তাঁর কনভয়েও হামলার অভিযোগ ওঠে। প্রতিটি ক্ষেত্রেই হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। এ বারও অভিযোগ অস্বাকীর করেছে এবিভিপি।

(প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে)

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)