শিলচর বিমানবন্দরে তুলকালাম, গ্রেফতার তৃণমূলের ৮ জনই

শিলচর বিমান বন্দরের সেই দৃশ্য।

জাস্ট দুনিয়া ব্যুরো: শিলচর বিমানবন্দরে তুলকালাম। এমনটা যে হবে জানাই ছিল। তাও অসম সমস্যার মধ্যেই শিলচরে উড়ে গিয়েছিলেন তৃণমূলের আট সদস্য। তার মধ্যে ছিলেন ছ’জন সাংসদও। কিন্তু শিলচর বিমানবন্দরে নামার পরেই তাঁদের আটকে দেয় স্থানীয় পুলিশ। বাইরে বেরতে দেওয়া হয়নি কাউকে। শুরু হয় হাতাহাতি, ধাক্কাধাক্কি। এর পরই তৃণমূলের তরফে দাবি করা হয় বাংলা থেকে যাওয়া প্রতিনিধিদের অনেককেই মারা হয়েছে।

তাদের কলকাতায় ফিরে যেতে বললেও তাঁরা ফেরেননি। শিলচর থেকে শেষ ফ্লাইট উড়ে যাওয়ার পরও তাঁরা থেকে যান বিমানবন্দরেই। শুরু হয় অবস্থান বিক্ষোভ। সারা রাত বিমান বন্দেরই থাকার হুমকিও দেন তাঁরা। তৃণমূল সাংসদ, বিধায়কদের শিলচর যাওয়ার খবর পেতেই সেখানে জারি করা হয় ১৪৪ ধারা। শিলচর যাওয়া এই দলে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, ফিরহাদ হাকিম, সুখেন্দু শেখর রায়, মহুয়া মৈত্র, অর্পিতা ঘোষরা। যদিও শেষ পর্যন্ত তাঁদের গ্রেফতার করা হয়েছে।

শিলচর বিমানবন্দরে একা সময় তৈরি হয় হাস্যকর পরিস্থিতি। দেখা যায় মহুয়া মৈত্র পুলিশের হাত ছাড়িয়ে দৌড়ে বেরিয়ে যাচ্ছেন। তাঁকে তাড়া করছেন এক মহিলা পুলিশ। সঙ্গে ধস্তাধস্তি তো ছিলই। শিলচর পুলিশ পাল্টা অভিযোগ করে জানায়, তাঁরাও তৃণমূলের নেতাদের দ্বারা আক্রান্ত।

ঘুম উড়েছে অসমবাসীর। প্রশ্ন উঠছে তাঁরা আসলে কাঁরা? 

দুপুর দেড়টা নাগাদ শিলচর বিমানবন্দরে পৌঁছয় মৃণমূলর আট সদস্যের দল। তার আগে থেকেই সেখানে মোতায়েন করা হয়েছিল বিরাট পুলিশ বাহিনী। শুরু হয় বাক-বিতন্ডা। সেটা পৌঁছয় হাতাহাতিতে। এই দলের নেতৃত্বে থাকা সুখেন্দু শেখর রায় বলেন, ‘‘আমরা পুলিশকে কথাআ দিই আমরা কোনও সভা করব না শুধু মানুষের সঙ্গে দেখা করব। তাও আমাদের যেতে দেওয়া হয়নি। কিন্তু হাজারের উপর পুলিশ আমাদের এয়ারপোর্টেই আটকে রাখে। এটাই মোদী সরকারের ডেমোক্রেসি।’’

এই খবর ছড়িয়ে পড়তেই বিমানবন্দরের বাইরে হাজির হন স্থানীয় তৃণমূল সমর্থকরা। তাঁরা স্লোগান দিতে থাকে। পশ্চিমবঙ্গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমার মনে হয় এটা শেষের শুরু। ওরা হতাশ, ওরা রাজনৈতিকভাবে বিক্ষিপ্ত, চিন্তিত। আর সে কারণেই মাসল পাওয়ার দেখাচ্ছে।’’

এর পরই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের সদস্যদের প্রতি কটাক্ষ ছুড়ে দেন স্থানীয় বিজেপি নেতা। সেখানে বলা হয়, তৃণমূলের লোকেরা যাতে অসমে ঢোকার আগে এনআরসি-র তালকাটা পরীক্ষা করে আসেন।