বিপাশায় ভেসে গেল বাস, প্রবল বৃষ্টি হিমাচলপ্রদেশে, জাঁকিয়ে বসেছে ঠান্ডাও

বিপাশায় ভেসে গেল বাসবিপাশায় ভেসে গেল বাস

জাস্ট দুনিয়া ডেস্ক: বিপাশায় ভেসে গেল বাস, মানালির কাছে। এর আগে রবিবার সকালেই এই বিপাশাতেই ভেসে গিয়েছিল একটি ট্রাক।

কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টি হচ্ছে গোটা হিমাচলপ্রদেশে। যার জেরে রাজ্যের সব নদীগুলির জলস্তর কয়েক ফুট বেড়ে গিয়েছে। কয়েক জায়গায় নদীগুলি বিপদ সীমার উপর দিয়েই বইছে। সেই ভয়াল নদীই রবিবার সকালে ভাসিয়ে নিয়ে গেল আস্ত এক টুরিস্ট বাসকে। মানালির কাছে বিপাশায় ভেসে গেল বাস, যদিও সেই সময় ওই বাসে কোনও যাত্রী ছিলেন না বলেই জানা গিয়েছে।

হিমাচলপ্রদেশের কুলু জেলার মানালিতে গত ২৪ ঘণ্টায় অতি ভারী বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতরের হিসাব অনুযায়ী মানালিতে বৃষ্টি হয়েছে প্রায় ১২৭ মিলিমিটার। প্রবল বৃষ্টি হওয়ার ফলে বিভিন্ন জায়গায় ধস নেমেছে। বন্ধ হয়ে গিয়েছে রাস্তাঘাট। বিপাশা নদীও অস্বাভাবিক ভাবে ফুলেফেঁপে উঠেছে। মান্দি জেলার হানোগি মন্দিরের কাচে চণ্ডীগড়-মানালি ২১ নম্বর জাতীয় সড়কের উপর দিয়েই বইছে বিপাশা। ফলে গাড়ি চলাচল প্রায় বন্ধ হতে বসেছে। একই অবস্থা ৩ নম্বর জাতীয় সড়কেরও।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত রাজ্য জুড়ে প্রবল বৃষ্টি হবে। পাশাপাশি একটু উঁচু পাহাড়ি জায়গাগুলিতে তুষারপাতও হবে। কিন্নর, কুলু এবং কাংড়া জেলার সমস্ত সরকারি এবং বেসরকারি স্কুল সোমবার পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। শিমলা পুলিশও এ দিন একটি টুইট বার্তায় জানিয়েছে, রাজধানীর সব স্কুল সোমবার পর্যন্ত বন্ধ থাকবে। কিন্নর এবং চম্বা জেলার অনেক রাস্তাই ধসের কবলে পড়ে বন্ধ।

মাঝ সমুদ্রে আটকে ভারতীয় নেভি অফিসার, উদ্ধার হতে আরও ১৬ ঘণ্টা

রোটাং পাসের কাছ থেকে রবিবার ২০ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে। ওই জায়গায় প্রায় ৪ ফুট পুরু করে বরফ পড়েছে বলে বর্ডার রোডস অর্গানাইজেশন সূত্রে জানানো হয়েছে। চম্বার মহকুমা ম্যাজিস্ট্রেট ইরাবতী নদীর ধারে যেতে সাধারণ নাগরিকদের নিষেধ করেছেন। কারণ, অতি বৃষ্টির ফলে তাঁরা চামেরা বাঁধের জল ছাড়তে বাদ্য হয়েছেন বলে জানিয়েছেন ওই মহকুমা ম্যাজিস্ট্রেট।

বিপাশা নদীর জল ভারী বর্ষার কারণেই বেড়েছে বলে প্রশাসন সূত্রে খবর। এ দিন রাজ্যের বনমন্ত্রী গোবিন্দ সিংহ ঠাকুর বন্যা বিধ্যস্ত কুলু জেলা পরিদর্শন করতে গিয়েছিলেন।

এক দিকে যেমন বৃষ্টি পড়ছে, তেমনই অন্য দিকে হু হু করে নামছে রাজ্যের তাপমাত্রা। কল্পাতে এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি, ডালহৌসিতে ১০.১, কুফ্রিতে ১০.৬, মানালিতে ১০.৮ এবং শিমলায় ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।