শপথ নিলেন প্রধানমন্ত্রী মোদী, সঙ্গে অমিত-রাজনাথ-নির্মলা-নিতিন-সহ ৫৮ সাংসদ

শপথ নিলেন প্রধানমন্ত্রী মোদীশপথ নিলেন প্রধানমন্ত্রী মোদী

জাস্ট দুনিয়া ডেস্ক: শপথ নিলেন প্রধানমন্ত্রী মোদী, এই নিয়ে দ্বিতীয় বার। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে তাঁর সঙ্গে শপথ নেন মোট ৫৮ জন সাংসদ। প্রধানমন্ত্রী-সহ পূর্ণ এবং রাষ্ট্রমন্ত্রী হিসাবে তাঁদের সকলকে শপথবাক্য পাঠ করিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা ঠিক সাতটা বেজে তিন। দ্বিতীয় বারের জন্য শপথ নিলেন প্রধানমন্ত্রী মোদী, আর রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণ জুড়ে রব উঠল ‘জয় শ্রীরাম’, ‘মোদী-মোদী-মোদী’, ‘হর হর মোদী’।

এ বারের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিপুল সংখ্যক ভোটে জিতেছে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই তারা এ বার কেন্দ্রে সরকার গড়েছে। ফের মোদীর নেতৃত্বে সরকার গঠনের সলতে পাকানোর কাজ শুরু হল এ দিন রাষ্ট্রপতি ভবনে। তাঁর নয়া মন্ত্রিসভায় পুরনোর সঙ্গে থাকছে একাধিক নতুন মুখ।

অসুস্থতার কারণে অরুণ জেটলি মন্ত্রী হতে রাজি হননি। প্রায় একই কারণে সুষমা স্বরাজও ভোটে দাঁড়ালেন না। নেই উমা ভারতীও। বদলে এলেন মোদীরই সেনাপতি, ক্ষমতার নিরিখে মোদীর পরেই যাঁর স্থান সেই অমিত শাহ— বিজেপির সর্বভারতীয় সভাপতি। প্রথম কয়েক জন শপথ নেওয়ার পরেই একটা বড়সড় চমক দেন নরেন্দ্র মোদী। শপথবাক্য পাঠ করতে আসেন প্রাক্তন বিদেশ সচিব এস জয়শঙ্কর। তিনি পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন।

এর পর একে একে মোট ২৪ জন পূর্ণ মন্ত্রী হিসাবে শপথ নেন। বাকিরা শপথ নেন প্রতিমন্ত্রী হিসাবে। শিবসেনা, অকালির মতো শরিকরা থাকলেও মোট ৫৮ জনের মন্ত্রিসভায় শামিল হল না নীতীশ কুমারের দল জেডিইউ, এডিএমকে বা আপনা দল। নীতীশ যদিও জানিয়েছেন, এই কারণে বিজেপির সঙ্গে সম্পর্কে কোনও প্রভাব পড়বে না।

অমিত শাহ মন্ত্রী হবেন, এমন ইঙ্গিত ছিলই। কাজেই পূর্ণ মন্ত্রী হিসাবে তাঁর শপথগ্রহণে আশ্চর্য হননি কেউই। বিজেপির অন্দরের গুঞ্জন, আপাতত রাজনাথ সিং সরকারে দু’নম্বর থাকলেও অচিরেই তাঁকে টপকে যাবেন শাহ। তবে মন্ত্রী হওয়ার কারণে শাহকে শীঘ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতির পদ ছাড়তে হবে। দল সূত্রে ইঙ্গিত, জগৎপ্রকাশ নাড্ডার মতো কাউকে সভাপতি করা হতে পারে।

এ বারের নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির ফল বেশ ভাল হয়েছে। ৪২ আসনের মধ্যে ১৮টিতে তারা জয়ী। ২০১৪-র নির্বাচনে এই সংখ্যাটাই ছিল ২। দার্জিলিং কেন্দ্র থেকে সুরেন্দর সিং অহলুওয়ালিয়া এবং আসানসোল কেন্দ্র থেকে সে বার জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। এ বার দু’জনেই জিতলেই মোদীর মন্ত্রীসভায় ঠাঁই জুটেছে কেবল বাবুলের। তাঁর সঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রায়গঞ্জ কেন্দ্র থেকে জিতে আসা দেবশ্রী চৌধুরী। তবে ১৮ জন সাংসদ পাঠিয়ে মন্ত্রিসভায় মাত্র ২ জনের উপস্থিতি— ভিতরে ভিতরে একটা অসন্তোষ কাজ করছে বঙ্গ বিজেপির মধ্যে।

আগামিকাল শুক্রবার এই মন্ত্রীদের দফতর বন্টন করা হবে বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে।

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)