পশ্চিমবঙ্গ আত্মহত্যার নিরিখে দেশে ৩ নম্বরে, পারিবারিক কারণই বেশি

পশ্চিমবঙ্গ আত্মহত্যার নিরিখে দেশে ৩ নম্বরে

জাস্ট দুনিয়া ডেস্ক: পশ্চিমবঙ্গ আত্মহত্যার নিরিখে দেশে ৩ নম্বরে, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি) প্রকাশিত তথ্যেই এ কথা জানা গিয়েছে। ওই তথ্যে জানা গিয়েছে, দেশে এক বছরে আত্মহত্যার সংখ্যা বেড়েছে প্রায় ৩.৪ শতাংশ।

গত এক বছরে এ রাজ্যে ১২ হাজার ৬৬৫ জন আত্মহত্যা করেছেন। পশ্চিমবঙ্গ আত্মহত্যার নিরিখে দেশে ৩ নম্বরে যখন, তখন মহারাষ্ট্র ওই তালিকার এক নম্বরে রয়েছে। সেখানে গত ১ বছরে ১৮ হাজার ৯১৬ জন আত্মহত্যা করেছেন। দু’নম্বরে রয়েছে তামিলনাড়ু। সে রাজ্যে ১৩ হাজার ৪৯৩ জন গত এক বছরে আত্মহত্যা করেছেন। পশ্চিমবঙ্গের পরে অর্থাৎ চতুর্থ স্থানে রয়েছে মধ্যপ্রদেশ। সে রাজ্যে গত এক বছরে ১২ হাজার ৪৫৭ জন আত্মহত্যা করেছেন। কর্নাটক রয়েছে তালিকার পাঁচ নম্বরে। সে রাজ্যে ১১ হাজার ২৮৮ আত্মহত্যা করেছেন গত ১ বছরে। দেশে ২০১৯ সালে ৭২টি সপরিবার আত্মহত্যার ঘটনাও ঘটেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।


বাংলার আরও খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে

২০১৮ সালে যত জন আত্মহত্যা করেছিলেন, ২০১৯-এ তার চেয়ে ৩.৪ শতাংশ বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে দেশে। সংখ্যার হিসাবে সেটা প্রায় পাঁচ হাজার। আত্মহত্যার কারণ হিসেবে সব থেকে উপরে রয়েছে পারিবারিক সমস্যা। ৩২.৪ শতাংশ আত্মহত্যার জন্য পারিবারিক কারণ দায়ী বলে ওই রিপোর্টে জানা গিয়েছে। প্রায় ১০ শতাংশ আত্মহত্যার পিছনে কোনও কারণ জানা যায়নি। সব থেকে বেশি আত্মহত্যা ঘটেছে ১৮ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে। কলকাতা নয়, আত্মহত্যার নিরিখে দেশের মধ্যে চেন্নাই, দিল্লি, বেঙ্গালুরু এবং মুম্বই সব থেকে এগিয়ে। শহরাঞ্চলের মধ্যে এ রাজ্যের আসানসোল রয়েছে দু’নম্বরে।

বেশির ভাগ আত্মঘাতী মানুষের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পাশ। ওই রিপোর্টে এমন তথ্যও উঠে এসেছে।


(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)