সনিয়া গান্ধী ফিরলেন দু’বছর পর কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হয়ে

সনিয়া গান্ধী

জাস্ট দুনিয়া ডেস্ক: সনিয়া গান্ধী আবার ফিরলেন সভাপতির পদে। ১২ ঘন্টা ম্যারাথন বৈঠকের পর শনিবার সিদ্ধান্ত নেওয়া হল। সনিয়া পুত্র রাহুল গান্ধীর হাতে শীর্ষস্থানীয় দায়িত্ব তুলে দেওয়ার দু’বছর পরে সনিয়া গান্ধী কংগ্রেস সভাপতি হিসেবে ফিরে এলেন। লোকসভা নির্বাচনের ফলের  পরে রাহুল গান্ধী মে মাসে দলের শীর্ষ পদ ছেড়েছিলেন এবং পরবর্তীতে তার পদত্যাগ প্রত্যাহারের জন্য দলের অনুরোধও প্রত্যাখ্যান করেছিলেন। শনিবার সকালে সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী নতুন সভাপতি নির্বাচনের মিটিং থেকে নিজেদের সরিয়ে নিয়েছিলেন। তাঁরা নিজেই জানিয়েছিলেন এখানে তাঁদের অংশ নেওয়া সঠিক নয়। কিন্তু গান্ধী পরিবারের ছায়ার বাইরে বেরতে পারল না কংগ্রেস।