নভজ্যোৎ সিং সিধু বিতর্কিত মন্তব্য করে বাদ পড়লেন কপিল শর্মার শো থেকে

Navjot Singh Sidhuনভজ্যোৎ সিং সিধু

জাস্ট দুনিয়া ডেস্ক: নভজ্যোৎ সিং সিধু পুলওয়ামায় জঙ্গি হানা নিয়ে বিতর্কিত একটি মন্তব্য করে বসেন। প্রাক্তন এই ক্রিকেটার পঞ্জাবের পর্যটনমন্ত্রী তথা কংগ্রেস নেতাও বটে। সূত্রের খবর, ওই মন্তব্য করার জন্য জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’ থেকে বাদ পড়লেন নভজ্যোৎ সিং সিধু। ওই চ্যানেলের তরফে যদিও আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে একটি সূত্রের খবর, সিধুর জায়গায় ওই শো-তে থাকবেন অভিনেত্রী অর্চনা পুরণ সিং।

পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গি হামলার সমালোচনা করে বৃহস্পতিবার সিধু বলেন, ‘‘জওয়ানদের উপরে ওই হামলা কাপুরুষোচিত। হিংসা সব সময়েই ঘৃণ্য। এবং যারা এই হিংসা ছড়ায় তাদের উপযুক্ত শাস্তি চাই।’’ এর পরেই পাকিস্তান ও সে দেশের প্রধানমন্ত্রী ইমরান খানের নাম না করে তিনি বলেন, ‘‘হাতেগোনা কয়েক জনের জন্য একটা গোটা দেশকে কি দায়ী করা যায়? না বিশেষ কোনও ব্যক্তিকে দায়ী করা যায়?’’

এমন মন্তব্যের পরেই শুক্রবার সিধুর বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। পবন কুমার নিগম নামে ব্যক্তি টুইট করেন, ‘সিধুকে অবিলম্বে ওই শো থেকে বাদ দেওয়া হোক। উনি যেন ভবিষ্যতে কথা বলার সময়ে আরও সতর্ক হন’। #বয়কটসিধু হ্যাশট্যাগও চালু হয়ে গিয়েছে। সেই ট্যাগ দিয়ে এক জন হুঁশিয়ারি দিয়েছেন, ‘সিধুকে বাদ না দিলে চ্যালেন সাবস্ক্রাইব করব না’।

গত বছরেও পাকিস্তানে ইমরান খানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়ে এবং পাক সেনাপ্রধানকে আলিঙ্গন করে বিতর্কের মুখে পড়েছিলেন সিধু। সেই সময়ে তিনি বলেছিলেন, ইমরানের সঙ্গে ব্যক্তিগত সুসম্পর্কের কারণেই ওই অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি।

(দেশের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে)