গুরুগ্রামে বিচারকের স্ত্রী, পুত্রকে গুলি, গ্রেফতার তাঁদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী

গুরুগ্রামে বিচারকের স্ত্রী, পুত্রকে গুলিগুরুগ্রামে বিচারকের স্ত্রী, পুত্রকে গুলি

জাস্ট দুনিয়া ডেস্ক: গুরুগ্রামে বিচারকের স্ত্রী, পুত্রকে গুলি করে খুনের চেষ্টা করলেন তাঁরই নিরাপত্তরক্ষী। ভরা বাজারে শনিবার দুপুরের এই গুলিকাণ্ডে গুরুতর ভাবে জখং হয়েছেন দু’জনই। বিচারকের ছেলের অবস্থা আশঙ্কাজনক। স্ত্রী আপাতত বিপন্মুক্ত। তাঁরা দু’জনেই আপাতত হাসপাতালে চিকিৎসাধীন। গ্রেফতার করা হয়েছে ওই নিরাপত্তারক্ষী মহীপালকে।

পুলিশ সূত্রে খবর, এ দিন দুপুরে ছেলেকে নিয়ে শপিং করতে গুরুগ্রামের সেক্টর ৪৯-এ গিয়েছিলেন অতিরিক্ত নগর ও দায়রা বিচারক কৃষ্ণকান্ত শর্মার স্ত্রী। কিন্তু, গাড়ি থেকে নামার পরেই বাজারের ভিতরে বিচারকের স্ত্রীকে লক্ষ্য করে প্রথমে গুলি করেন ওই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। তার পরেই বিচারকের ছেলের দিকে গুলি চালায়। এর পর ছেলেকে টানাহ্যাঁচড়া করতে করতে ওই গাড়িতে তোলার চেষ্টা করেন, যে গাড়িতে করে তাঁরা বাজারে এসেছিলেন। কিন্তু, জোর করে ছেলেটিকে গাড়িতে তুলতে না পেরে নিজেই গাড়িতে উঠে পালিয়ে যায় ওই নিরাপত্তারক্ষী। গোটা ঘটনার ভিডিও ধরা পড়েছে এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ক্যামেরায়।

গুলি চালানোর পর গাড়ি নিয়ে সোজা স্থানীয় সদর থানায় পৌঁছন মহীপাল। কিন্তু, সেখানেও শূন্যে গুলি চালিয়ে পালিয়ে যান। এর পর পুলিশ ধাওয়া করে মহীপালকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, মহীপাল বছর দেড়েক আগে কৃষ্ণকান্ত শর্মার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসাবে যোগ দেন। কেন গুলি চালিয়ে খুন করার চেষ্টা করলেন মহীপাল, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই বিচারকের পরিবারের সদস্যেরা মহীপালের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করতেন। সেই ক্ষোভেই গুলি চালিয়েছেন মহীপাল।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ: দ্বিতীয় দিনের শেষে ৩ রানে পিছিয়ে ভারত

বিচারকের ছেলের অবস্থা আশঙ্কাজনক। স্ত্রী আপাতত বিপন্মুক্ত। তাঁরা দু’জনেই আপাতত হাসপাতালে চিকিৎসাধীন।

মানসিক অবসাদের জেরে ওই খুনের চেষ্টা কি না তা-ও খতিয়ে দেখছে পুলিশ।

ছেলেকে নিয়ে শপিং করতে গুরুগ্রামের সেক্টর ৪৯-এ গিয়েছিলেন অতিরিক্ত নগর ও দায়রা বিচারক কৃষ্ণকান্ত শর্মার স্ত্রী। কিন্তু, গাড়ি থেকে নামার পরেই বাজারের ভিতরে বিচারকের স্ত্রীকে লক্ষ্য করে প্রথমে গুলি করেন ওই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। তার পরেই বিচারকের ছেলের দিকে গুলি চালায়। এর পর ছেলেকে টানাহ্যাঁচড়া করতে করতে ওই গাড়িতে তোলার চেষ্টা করেন, যে গাড়িতে করে তাঁরা বাজারে এসেছিলেন। কিন্তু, জোর করে ছেলেটিকে গাড়িতে তুলতে না পেরে নিজেই গাড়িতে উঠে পালিয়ে যায় ওই নিরাপত্তারক্ষী। গোটা ঘটনার ভিডিও ধরা পড়েছে এক প্রত্যক্ষদর্শীর মোবাইল ক্যামেরায়।