সুনন্দা পুস্কর মৃত্যু রহস্যের চার বছর পর শশী থারুরের বিরুদ্ধে চার্জশিট

সুনন্দা পুস্করভাল সময়ে সুনন্দা ও শশী।

জাস্ট দুনিয়া ডেস্ক:  সুনন্দা পুস্কর আত্মহত্যা করেন চার বছর আগে। কংগ্রেস নেতা শশী থারুরের স্ত্রী সুনন্দা পুস্কর আত্মহত্যা করেছিলেন ২০১৪ সালে। সেই সময় সন্দেহের তালিকায় ছিলেন স্বয়ং শশী থারুরও। কিন্তু তার পর সবটাই ধামাচাপা পড়ে যায়। আবার সামনে চলে এল সুনন্দা পুস্করের আত্মহত্যা ঘটনা। দিল্লির এক হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল সুনন্দাকে। সোমবার দিল্লিতে নতুনভাবে থারুরের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হল। সুনন্দা পুস্করকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এর পরই শশী থারুর টুইট করে পুরো বিষয়টিকেই ভ্রান্ত বলে ব্যাখ্যা করার চেষ্টা করেন। এদিন তিন হাজার পাতার চার্জশিটে শুধু শশী থারুরেরই নাম রয়েছে। টুইটে তিনি লেখেন, ‘‘৬ মাস আগে দিল্লি পুলিশ বলেছিল কারও বিরুদ্ধে তারা কোনও প্রমাণ পায়নি আর এখন তারাই বলছে এই আত্মহত্যার পিছনে আমার প্ররোচনা ছিল। অবিশ্বাস্য।’’

প্রকাশ্যে হস্তমৈথুন, নাকি প্রকাশ্যে মেট্রোর ভর্তি কামরায় আলিঙ্গন

১৭ জানুয়ারি ২০১৪ সালে দক্ষিণ দিল্লির এর পাঁচতারা হোটেলে ৫১ বছরের সুনন্দা পুস্করের দেহ পাওয়া যায়। ঠিক তার একদিন আগে সুনন্দাই তাঁর স্বামী শশী থারুরের পাকিস্তানি সাংবাদিকের সঙ্গে সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছিলেন। তার পরই এই আত্মহত্যার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মার্ডারের কোনও প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু এই আত্মহত্যার পিছনে প্ররোচনা রয়েছে। তিনি সারাদিন ঘর থেকে বাইরে যাননি এবং কিছু খানওনি।

সুনন্দা পুস্করকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এদিন তিন হাজার পাতার চার্জশিটে শুধু শশী থারুরেরই নাম রয়েছে। টুইটে তিনি লেখেন, ৬ মাস আগে দিল্লি পুলিশ বলেছিল কারও বিরুদ্ধে তারা কোনও প্রমাণ পায়নি আর এখন তারাই বলছে এই আত্মহত্যার পিছনে আমার প্ররোচনা ছিল। অবিশ্বাস্য।

পুলিশ সূত্রের খবর, এই দম্পতির মধ্যে নিয়মিত ঝামেলা হত। এর এবং ডাক্তারের সঙ্গে কতা না বলেই অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন খেতেন সুনন্দা পুস্কর। সেই সময় শশী থারুরকে জেরাও করা হয়। সেই সময় সুনন্দার মৃত্যুর দু’দিন আগে সুনন্দা হোটেলের ঘরে ঢুকেছিলেন। কেরালা থেকে দিল্লি আসার সময় ফ্লাইটেই দু’জনে প্রবল ঝামেলায় জরিয়েছিলেন। সুনন্দার শরীরে বিষাক্ত কিছু পাওয়া গিয়েছিল। ২০১৫র জানুয়ারিতে খুনের মামলা দায়ের করে পুলিশ।

দেখুন শশী থারুরের টুইট