সমীর ওয়াংখেড়ে মুসলিম, নিকাহ-র ছবি প্রকাশ করে দাবি মালিকের

সমীর ওয়াংখেড়ে মুসলিম

জাস্ট দুনিয়া ডেস্ক: সমীর ওয়াংখেড়ে মুসলিম, অথচ তিনি প্রান্তিক হিন্দুর শংসাপত্র জমা দিয়ে চাকরি পেয়েছেন। একটি বিয়ের ছবি টুইট করে মহারাষ্ট্রের উন্নয়ন মন্ত্রী নবাব মালিক দাবি করেন, ওই ছবি এনসিবির আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ের নিকাহ-র। টুইটের ক্যাপশনে তিনি লেখেন, ‘ফোটো অব সুইট কাপল, সমীর দাউদ ওয়াংখেড়ে এবং শাবানা কুরেশি’। একই সঙ্গে তিনি একটি নিকাহনামার ছবিও পোস্ট করেছেন টুইটারে। দাবি করেছেন, এটি শাবানা কুরেশির সঙ্গে সমীরের প্রথম বিবাহের নিকাহনামা। বুধবার নবাবের একাধির পোস্টে কার্যত কোণঠাসা হয়ে পড়েন সমীর। দাবি করেন, তিনি জন্মসূত্রেই হিন্দু। ফলে চাকরি পেতে তিনি কোনও কারসাজি করেননি।

এর আগে সমীরের বিরুদ্ধে অন্তত ২৬টি অভিযোগ তোলেন নবাব। তোলাবাজি, বেআইনি ভাবে ফোন ট্যাপিং, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)-তে ভুয়ো নথি দিয়ে চাকরি পাওয়ার মতো অভিযোগও রয়েছে তার মধ্যে। ৬২ বছরের নবাব তার মধ্যে বোমাটা ফাটিয়েছেন এ দিন। দাবি করেছেন, তাঁর কাছে প্রমাণ রয়েছে, আদতে সমীর ওয়াংখেড়ে মুসলিম, তবে তিনি ধর্মান্তরিত হয়েছেন। সেই সংক্রান্ত একাধিক নথি নবাব টুইটে পোস্টও করেন। তার মধ্যে একটি নিকাহ-র ছবি এবং একটি নিকাহনামা রয়েছে।

এত সব অভিযোগের প্রেক্ষিতে এ দিন সমীর সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, ‘‘আমি জন্মসূত্রেই হিন্দু। আমি একটি দলিত পরিবার থেকে উঠে এসেছি। আমি আজও এক জন হিন্দু। কখনও কোনও রকমের ধর্মান্তরণ হয়নি আমার। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এবং সে জন্য আমি গর্বিত।’’ সমীর সাংবাদিকদের কাছে অসন্তোষ প্রকাশ করে জানান, মহারাষ্ট্রের ওই মন্ত্রী অহেতুক ভুল দাবি করছেন। যদিও নবাবের দাবি, ‘‘যদি আমি ভুল প্রমাণিত হই, তা হলে রাজনীতি ছেড়ে দেব।’’

সমীর সাংবাদিকদের জানিয়েছেন, তাঁর বাবা হিন্দু এবং মা মুসলমান। তাঁর কথায়, ‘‘আমি বাবা-মা দু’জনকেই ভালবাসি। বিয়ের সময় মা চেয়েছিল আমি মুসলিম রীতি মেনে বিয়ে করি। মায়ের ইচ্ছেকে মর্যাদা দেওয়ার পাশাপাশি আমি ওই মাসেই স্পেশাল ম্যারেজ অ্যাক্টে রেজিস্ট্রি করি। কারণ, যখন দু’জন ভিন্ন ধর্মের মানুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তখন ওই আইনে বিয়ে হয়।’’ সমীরের দাবি, পরে যদিও তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায়। এর পরেই তিনি বলেন, ‘‘আমি যদি ধর্মান্তরিত হয়ে থাকি, নবাব মালিককে তার শংসাপত্র দেখাতে হবে। একটা প্রমাণ। আমার বাবা কিন্তু স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিবাহের শংসাপত্র দেখাতে পারবেন আজও।’’ সমীরের দাবি, পরিবাহ-সহ তাঁর ভাবমূর্তি নষ্ট করতেই নবাব মালিক এ সব অভিযোগ করছেন। তাঁর কথায়, ‘‘আমার পরিবার, আমার বাবা, আমার প্রয়াত মায়ের সম্মান নষ্ট করতেই এ সব করা হচ্ছে। এ সবের কোনও ভিত্তি নেই।’’

প্রতিদিন নজর রাখুন জাস্ট দুনিয়ার খবরে

(জাস্ট দুনিয়ার ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন)